নিজেকে সেরা দেখার স্বপ্ন নিয়ে জন্মেছিল রোনাল্ডো, বলছেন ফার্গুসন

১২ বছর আগে ক্লাব ছেড়েছিলেন রোনাল্ডো। তখন থেকেই বলা হত, সিআর সেভেন ঠিক ফিরবেন নিজের পুরনো ক্লাবে। তাই সত্যিই হয়েছে। এর পিছনে কিছুটা হলেও অবদান রয়েছে ফার্গুসনের।

নিজেকে সেরা দেখার স্বপ্ন নিয়ে জন্মেছিল রোনাল্ডো, বলছেন ফার্গুসন
নিজেকে সেরা দেখার স্বপ্ন নিয়ে জন্মেছিল রোনাল্ডো, বলছেন ফার্গুসন (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2021 | 8:57 AM

লন্ডন: ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) প্রত্যাবর্তন যেন ‘জুলিয়াস সিজারের রোমে পা দেওয়া’র মতো! আর কেউ নন, যাঁর হাত ধরে উত্থান রোনাল্ডোর, যাঁর হাতে পড়ে সিআর সেভেন হয়ে ওঠা, যাঁর জন্য বিশ্বের অন্যতম সেরার তাকমা পাওয়া, সেই আলেক্স ফার্গুসন (Sir Alex Ferguson) নিজের প্রাক্তন ছাত্র সম্পর্কে এই কথা বলেছেন।

ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেই দারুণ সফল। প্রথম তিনটে ম্যাচেই ৪ গোল করেছিলেন তিনি। পরের দুটো ম্যাচে গোল পাননি। টিমও জয় পায়নি। রোনাল্ডোর সাফল্যের উপর নির্ভর করছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ট্রফি পাওয়া। আর তাই অনেকেই পরামর্শ দিচ্ছেন, রোনাল্ডো যা চাইছেন, তাই যেন দেওয়া হয় তাঁকে।

ক্লাবের সরকারি পডকাস্টে প্রাক্তন কোচ বলেছেন, ‘ওকে প্রথম দিন ক্লাবের হয়ে নামতে দেখে আমার মনে হয়েছিল, সিজার যেন রোমে পা দিল। আমি এলাম, দেখলাম, জয় করলাম-এর মতো। সত্যিই অসাধারণ অনুভূতি। ওই ম্যাচটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করেছিল। আমার মতো।

ফার্গুসনের মনে পড়ে যাচ্ছে রোনাল্ডোর সেই ছেলেবেলার দিনগুলো। ‘ও যখন ছোট ছিল, শেখার ইচ্ছেটা ছিল ভীষণ। ওকে দেখে প্রথম দিকে অনেকেই বলত, আরে ও তো ডাইভার। পরের দিকে বলা হত, ও অ্যাটাকিং ডিফেন্ডার। ধীরে ধীরে কিন্তু ও উন্নতি করে গিয়েছে। অবিশ্বাস গতিতে আক্রমণে উঠে যেত। খেলাটা সম্পর্কে রোনাল্ডোর জ্ঞান দিনের পর দিন বেড়েছে। আমার মনে হয়, একরাশ স্বপ্ন নিয়ে জন্মছিল ও।’

১২ বছর আগে ক্লাব ছেড়েছিলেন রোনাল্ডো। তখন থেকেই বলা হত, সিআর সেভেন ঠিক ফিরবেন নিজের পুরনো ক্লাবে। তাই সত্যিই হয়েছে। এর পিছনে কিছুটা হলেও অবদান রয়েছে ফার্গুসনের। প্রবীণ কোচের কথায়, ‘নিজেকে সেরা জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য ও অনেক আত্মত্যাগ করেছে। সে বার টিমের ম্যাচ আর্সেনালের বিরুদ্ধে। তার আগের দিন ক্যারিংটনের মাঠে বৃষ্টি জল দাঁড়িয়ে গিয়েছে। টিমের প্র্যাক্টিসের পর ও নিজে বাড়তি প্র্যাক্টিস করত। ওকে ডেকে বলি, আজ আর প্র্যাক্টিস করো না। কাল ম্যাচ আছে। চোট লেগে যেতে পারে। এর পর আমি নিজের অফিসে ফিরে যাই। জানলা দিয়ে দেখছিলাম, ও কী করে। দেখলাম, ও অ্যাস্ট্রোটার্ফের মাঠে গিয়ে নেমে পড়ল। এরপর আর আমার কিছু বলার ছিল না। ও আমাকে হারিয়ে দিয়েছিল।’