East Bengal New Coach : ফুটবল দর্শনে মানেন গুয়ার্দিওলাকে, ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ তিনিই

East Bengal-Sergio Lobera: ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ৯৯ শতাংশ নিশ্চিত লোবেরো। সামনেই সুপার কাপ। এখনই নতুন কোচের নাম ঘোষণা করলে টুর্নামেন্টের আগে দলের মনোবল ভেঙে যেতে পারে।

East Bengal New Coach : ফুটবল দর্শনে মানেন গুয়ার্দিওলাকে, ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ তিনিই
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 3:36 PM

কলকাতা : ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হতে পারেন, এই নিয়ে দৌড়ে বেশ কয়েকজনের নামই ছিল। এর মধ্যে এটিকের প্রাক্তন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস, বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ কুয়াদ্রাতের পাশাপাশি নাম ছিল সের্গিও লোবেরার। এই স্প্য়ানিশ কোচ দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের চুক্তিতে মৌখিক ভাবে সম্মতি দিয়েছেন সের্গিও লোবেরা। ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ৯৯ শতাংশ নিশ্চিত লোবেরা। সামনেই সুপার কাপ। এখনই নতুন কোচের নাম ঘোষণা করলে টুর্নামেন্টের আগে দলের মনোবল ভেঙে যেতে পারে। সে কারণেই সুপার কাপ শেষ হওয়া না অবধি সরকারি ভাবে ঘোষণা করা নাও হতে পারে। সূত্রের খবর, লোবেরোর সঙ্গে চুক্তি শুধু সময়ের অপেক্ষা। আইএসএলে যোগ দেওয়ার পর থেকে এখনও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই ইস্টবেঙ্গলের। বিস্তারিত TV9Bangla-য়।

চিনের ক্লাব সিচুয়া জিনিউ ক্লাবে কোচিং করান লোবেরা। তবে ভারতীয় ফুটবলেও প্রচুর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইন্ডিয়ান সুপার লিগের দুই ক্লাব এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসিতে কোচিং করিয়েছেন সের্গিও লোবেরা। অতীতে বার্সেলোনার কোচিং টিমেও ছিলেন। ফুটবল দর্শনে তিনি অনুসরণ করেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাকে। সব মিলিয়ে প্রায় ২৫ বছরের বেশি কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় ফুটবলে বহু স্প্য়ানিশ কোচকেই দেখা গিয়েছে। এর মধ্যে অন্যতম সফল কোচ মানা হয় সের্গিও লোবেরাকে। তাঁর কোচিংয়ে আইএসএল চ্য়াম্পিয়ন হয়েছে মুম্বই সিটি এফসি। এ ছাড়াও কোচ হিসেবে ভারতীয় ফুটবলে তাঁর ব্যাপক সাফল্য। সুপার কাপ, আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি, সবই জিতেছেন।

ইস্টবেঙ্গল গত মরসুমের শুরুতেই ইনভেস্টর সমস্যায় পড়েছিল। শেষ মুহূর্তে ইনভেস্টর হিসেবে ইমামির সঙ্গে চুক্তি হয়। কিন্তু সময় কম থাকায় দল গুছিয়ে উঠতে পারেনি। এ বার অনেক আগে থেকেই কোচ এবং দল গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল ও ইমামি। দফায় দফায় আলোচনা হয়েছে ক্লাব ও ইনভেস্টরদের মধ্যে। কিছুদিন আগেই বোর্ড মিটিংয়ের পর ইমামি কর্তা জানিয়েছিলেন, কোচ বদল হচ্ছে। বেশ কয়েক জনের মধ্যে লোবেরাই প্রথম পছন্দ লাল-হলুদের।