ATK Mohun Bagan: প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, আমরা প্রস্তুত: রয় কৃষ্ণা
ফিজির তারকা ফুটবলার এ প্রসঙ্গে বলেন, 'যে কোনও দলই চাইবে আমাকে আটকাতে। আমার কাজ গোল করা। ওদের বিরুদ্ধে নামার আগে কোচ আমাদের বেশ কয়েকটি স্ট্র্যাটেজি ও ট্যাকটিক্স বাতলে দিয়েছে। আমাদের মাঝমাঠ ও ডিফেন্সও বেশ শক্তিশালী। আমার মনে হয়, বলের দখল নিতে আমরা সক্ষম হব।'
দুবাই: প্রতিপক্ষ যতই শক্ত হোক, নিজেদের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী রয় কৃষ্ণা (Roy Krishna)। বাগান সুপারস্টারের মুখে ‘লড়কে লেঙ্গে’ মনোভাব। এএফসি কাপে ইন্টারজোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ উজবেকিস্তানের এফসি নাসাফ (FC Nasaf)। বিপক্ষের ডেরায় গিয়েই হাইভোল্টেজ ম্যাচ খেলতে হবে হাবাসের ছেলেদের। ‘কুছ পরোয়া নেহি’ মনোভাবেই দলকে তাতাচ্ছেন বাগান তারকা রয় কৃষ্ণা (Roy Krishna)। ২২ সেপ্টেম্বরের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে তাতছে এটিকে মোহনবাগানও (ATK Mohun Bagan)। নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান রয় কৃষ্ণারা। বাগান তারকা বলেন, ‘কঠিন ম্যাচ হলেও চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। লাস্ট ল্যাপে পৌঁছতে হলে পরের ম্যাচে জয় অত্যন্ত জরুরী। আমি মনে করি, এই ম্যাচটা জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস আরও কয়েকগুণ বেড়ে যাবে। প্রতিপক্ষ অনেক শক্তিশালী। ভালো বিদেশও আছে ওদের। ওরা লিগে খেলতেও শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, কয়েক মাস ধরে হার্ড ট্রেনিংয়ের মধ্যে আছে ওরা। তবে আমরাও জয়ের জন্যই ঝাঁপাব।’ এফসি নাসাফের ডিফেন্ডারদের প্রধান টার্গেটই রয় কৃষ্ণা। সেটা ভালো মতোই বুঝতে পারছেন তিনি। ফিজির তারকা ফুটবলার এ প্রসঙ্গে বলেন, ‘যে কোনও দলই চাইবে আমাকে আটকাতে। আমার কাজ গোল করা। ওদের বিরুদ্ধে নামার আগে কোচ আমাদের বেশ কয়েকটি স্ট্র্যাটেজি ও ট্যাকটিক্স বাতলে দিয়েছে। আমাদের মাঝমাঠ ও ডিফেন্সও বেশ শক্তিশালী। আমার মনে হয়, বলের দখল নিতে আমরা সক্ষম হব।’ গোল করার সুযোগ পেলে সেটাকে হাতছাড়া করতে নারাজ রয় কৃষ্ণা। এমনকি প্রয়োজনে অ্যাসিস্টও করতে তৈরি তিনি। দলের প্রয়োজনে সবটা করতে প্রস্তুত রয় কৃষ্ণা। এএফসি কাপের গ্রুপ পর্বে ছন্দে থাকলেও, এ বার নকআউটের ম্যাচ। সুযোগের জায়গা নেই। রয় কৃষ্ণা বলেন, ‘কোনও দলকে হাল্কা ভাবে দেখা উচিত নয়। এএফসি গ্রুপ পর্বের ম্যাচ খেলে এটাই শিখেছি। আপাতত এফসি নাসাফ ম্যাচেই আমাদের পাখির চোখ। গ্রুপ পর্বে আমরা এক নম্বরে শেষ করেছি। ওরা ঘরোয়া লিগ খেলে এখানে আসছে। তাই ইন্টারজোনাল সেমিফাইনালে আমাদের ফিটনেস লেভেলকেও অনেক উপরে নিয়ে যেতে হবে। এই ম্যাচের প্রস্তুতিতে বেশি দিন সময় পাইনি। কোভিডবিধি মেনে আমরা এক হয়েছি। তবে গত এক মাসে অনেক কঠিন পরিশ্রম করেছি।’ গ্রুপ পর্বের দল আর নকআউটের দলে কয়েকটি পরিবর্তন এনেছেন আন্তোনিও হাবাস। এতে দলের ভালোই হবে বলে মনে করছেন রয় কৃষ্ণা। তিনি বলেন, ‘গ্রুপ পর্বে আমাদের খেলার ধরণ দেখেছে। সেই মতো পরিকল্পনাও সাজিয়ে রেখেছে। তবে কিছু ট্য়াকটিক্যাল পরিবর্তন আমাদের সুবিধে করবে বলেই মনে হয়।’
আরও পড়ুন: SC East Bengal: মানোলোর কোচিংয়ে খেলা ডাচ ফুটবলার লাল-হলুদে