Kylian Mbappe Lionel Messi : ‘তোমার কাছে কৃতজ্ঞ’, মেসিকে জন্মদিনের শুভেচ্ছায় আবেগী এমবাপে
Lionel Messi Birthday : বিশেষ দিনে এমন একজনের শুভেচ্ছাবার্তা পেলেন মেসি, যাঁর স্বপ্ন ভেঙে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের সোনালি ট্রফি জিতেছেন।
কলকাতা: ৩৬ বছরে পা রেখেছেন লিওনেল মেসি (Lionel Messi)। জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছার ঢল। এ বারের বার্থডে আগের ৩৫টা জন্মদিনের থেকে অনেক আলাদা। ছেলেবেলা থেকে যে স্বপ্নটাকে লালন করে এসেছিলেন, ৩৬তম জন্মদিনের আগেই তা পূর্ণ হয়েছে। ফুটবল বিশ্বকাপ জয়ের পর প্রথম জন্মদিন। মেসিকে পাঠানো লাখো শুভেচ্ছার মাঝে বিশেষভাবে নজর কাড়লেন একজন। বিশেষ দিনে এমন একজনের শুভেচ্ছাবার্তা পেলেন মেসি, যাঁর স্বপ্ন ভেঙে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের সোনালি ট্রফি জিতেছেন। মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না পিএসজি দলের সতীর্থ ও প্রবল প্রতিপক্ষ কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। শুভেচ্ছাবার্তায় লিও-র প্রতি কৃতজ্ঞতা ঝরে পড়ল। জানিয়ে দিলেন, ফুটবলার, সতীর্থ, প্রতিপক্ষ এবং সর্বোপরী মানুষ হিসেবে মেসির কাছে যা যা শিখেছেন, সবকিছুর জন্য কৃতজ্ঞ তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
উপলক্ষ্যটা জন্মদিন হলেও এমবাপের ইনস্টা পোস্টের ছত্রে ছত্রে মেসির প্রতি ভালোবাসা ও আবেগ। দেখে মনে হতেই পারে, আর্জেন্টাইন মহাতারকাকে ট্রিবিউট দিতে চেয়েছেন। কী পোস্ট করলেন এমবাপে? হাতে হাত ধরে কাতার বিশ্বকাপ ফাইনালের একটি ছবি পোস্ট করেছেন পিএসজি তারকা।স্প্যানিশ ভাষায় ক্যাপশনে লিখলেন, “জন্মদিনের শুভেচ্ছা কিংবদন্তি। এই বিশেষ দিনে পরিবার ও বন্ধুদের সঙ্গে দিনটা দারুণ কাটাও, এটাই কামনা করি। প্যারিসে তোমার সঙ্গে কাটানো দুটো বছরের জন্য ধন্যবাদ। একজন ফুটবলা, সতীর্থ, প্রতিপক্ষ ও মানুষ হিসেবে তোমার কাছে অনেক কিছু শিখেছি। সবকিছুর জন্য তোমার কাছে কৃতজ্ঞ।”
View this post on Instagram
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুরাগী হলেও প্যারিসে একসঙ্গে দুটো বছর কাটানোর সুবাদে আর্জেন্টাইন তারকাকে খুব কাছ থেকে দেখেছেন এমবাপে। গড়ে উঠেছে বন্ধুত্ব। মেসি পিএসজি ছেড়েছেন, আগামী মরসুমে খেলবেন ইন্টার মায়ামির হয়ে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই বিষয়ে এমবাপে বলেন, “প্যারিসে মেসির যতটা সম্মান পাওয়া উচিত ছিল ততটা পাননি। তবে আমি চাইব মেসি বার্সেলোনায় ফিরে যাক।” এমবাপেও আর একটা মরসুম খেলে প্যারিস ছাড়বেন। তাঁর রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন আজকের নয়। ফরাসি সংবাদমাধ্যমগুলির রিপোর্ট অনুযায়ী, মেসিও অনুজ ফুটবলারটিকে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার পরামর্শ দিয়েছেন।