Dutee Chand : ডোপ পরীক্ষায় ব্যর্থ, চার বছরের জন্য নির্বাসিত দ্যুতি চাঁদ!

কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন, দ্যুতির জীবনে বিতর্ক কখনও থেমে থাকেনি। ফের বিতর্কে ওড়িশার স্প্রিন্টার।

Dutee Chand : ডোপ পরীক্ষায় ব্যর্থ, চার বছরের জন্য নির্বাসিত দ্যুতি চাঁদ!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 1:57 PM

কলকাতা : বড়সড় শাস্তির খাঁড়া নেমে এল ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের (Dutee Chand) উপর। ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হলেন দ্যুতি। চলতি বছরের প্রথমদিকে দ্যুতিকে সাসপেন্ড করেছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা NADA। তবে কতদিনের জন্য তা জানা যায়নি। পাক্কা সাতমাস পর NADA জানিয়েছে চারবছরের জন্য ট্র্যাকে নামতে পারবেন না দ্যুতি। গত জানুয়ারি মাসে দ্যুতি জানিয়েছিলেন সাসপেনশনের বিরুদ্ধে পাল্টা আবেদন করবেন তিনি। নিষেধাজ্ঞার কারণে হাংঝাউ এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশ নিতে পারবেন না দ্যুতি। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটার দৌড়ে দেশকে রুপোর পদক এনে দিয়েছিলেন দ্যুতি চাঁদ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

নিষেধাজ্ঞা শুরু হয়েছে ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে। গত বছরের ৫ ডিসেম্বর ভুবনেশ্বরে ডোপ টেস্টের জন্য দ্যুতির নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েড পাওয়া গিয়েছে। তৎক্ষণাৎ নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি। যদিও দ্যুতি জানিয়েছিলেন, তিনি পারফরম্যান্স বাড়ানোর জন্য কোনও নিষিদ্ধ উপায় অবলম্বন করেননি। ডোপ পরীক্ষায় ফেল হওয়ার পর শোনা যাচ্ছিল লম্বা সময়ের জন্য নির্বাসিত হতে পারেন তিনি। সেটাই সত্যি হল। নিঃসন্দেহে দ্যুতির কেরিয়ারে এই নির্বাসনের প্রভাব পড়বে প্রবলভাবে। চার বছরের লম্বা নির্বাসন কাটিয়ে দ্যুতি আর আদৌ ট্র্যাকে ফিরতে পারবেন কি না সেটাই বড় প্রশ্ন।

কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন, দ্যুতির জীবনে বিতর্ক কখনও থেমে থাকেনি। লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন ওঠায় ২০১৪ কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়েছিলেন। তাতেও আশা ছাড়েননি। লসেনের ক্রীড়া আদালতে মামলা চালান তিনি। এক বছর পর নিষেধাজ্ঞা সরে যায়। এরপর জাকার্তা এশিয়ান গেমসে জোড়া পদক জেতেন তিনি।