Lakshya Sen: ‘ভারতীয় ব্যাডমিন্টনের বিরাট কোহলি হতে চাই’, ভবিষ্যতের টার্গেট জানালেন লক্ষ্য সেন
ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনকে প্যারিস গেমসে চতুর্থ হয়ে থামতে হয়েছে। কিন্তু তাঁর বয়স কম, সামনে সুযোগও অনেক রয়েছে। এরই মাঝে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তুলনা শুরু হয়েছে। তা নিয়ে কী বলছেন লক্ষ্য?
কলকাতা: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) পুরুষদের ব্যাডমিন্টনে (Badminton) দেশকে পদকের আশা দেখিয়েছিলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। বছর ২৩ এর আলমোরার ছেলে লক্ষ্যর স্বপ্ন ভারতীয় ব্যাডমিন্টনের বিরাট কোহলি হওয়া। ক্রিকেট বিশ্বে বিরাট কোহলির জনপ্রিয়তা কারও অজানা নয়। ভারতীয় ক্রিকেটে কিং কোহলির অবদানও কারও অজানা নয়। নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চান লক্ষ্য সেন।
লক্ষ্যকে প্যারিস গেমসে চতুর্থ হয়ে থামতে হয়েছে। কিন্তু তাঁর বয়স কম, সামনে সুযোগও অনেক রয়েছে। এরই মাঝে তাঁর সঙ্গে তুলনা শুরু হয়েছে বিরাট কোহলির। কারণ, প্যারিস গেমসে ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টির বিরুদ্ধে এক দুরন্ত শট মেরেছিলেন লক্ষ্য। ব্যাকহ্যান্ডে ভারতীয় তারকার সেই শট ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বোলার হ্যারিস রউফের এক বলে অবিশ্বাস্য ছয় মেরেছিলেন বিরাট।
সম্প্রতি এক পডকাস্টে ভারতীয় ব্যাডমিন্টনের রাইজিং স্টার লক্ষ্য সেনকে জিজ্ঞাসা করা হয়,পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলির ১৮.৫ ওভারের মতো দুরন্ত শট মেরেছিলেন। তাই অনেকে তাঁকে ব্যাডমিন্টনের বিরাট কোহলি বলছেন। আপনি কি এটাকে প্রশংসা হিসেবে দেখছেন?’
উত্তরে লক্ষ্য জানান, বিরাটের সঙ্গে নিজের তুলনা নিয়ে কোনও সমস্যা নেই তাঁর। এই প্রসঙ্গে লক্ষ্য বলেন, ‘তুলনা হতেই পারে। ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট কোহলি যা করেছে সকলের জানা। আগামী বছরগুলোতে আমি ভারতীয় ব্যাডমিন্টনের বিরাট কোহলি হতে চাই।’
প্যারিসে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেনি লক্ষ্য। এরপরও সুযোগ ছিল ব্রোঞ্জ পদক পাওয়ার। কিন্তু সেখানে মালয়েশিয়ার লি জি জিয়ার কাছে লক্ষ্য হেরে যান। বর্তমানে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন লক্ষ্য সেন। অনুশীলনের জন্য অস্ট্রিয়ায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। একবার নিজের ফিটনেস ফিরে পেলে সেপ্টেম্বরে প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনে ফিরতে চান লক্ষ্য সেন।