World Archery Youth Championship: বিশ্ব যুব তিরন্দাজিতে ফের ২ সোনা ভারতের

বিশ্ব যুব তিরন্দাজিতে (World Archery Youth Championship) ভারতীয় তিরন্দাজরা ফের ২টি সোনা এনে দিলেন দেশকে।

World Archery Youth Championship: বিশ্ব যুব তিরন্দাজিতে ফের ২ সোনা ভারতের
World Archery Youth Championship: বিশ্ব যুব তিরন্দাজিতে ফের ২ সোনা ভারতের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 7:48 PM

লন্ডন: বিশ্ব যুব তিরন্দাজিতে (World Archery Youth Championship) ভারতীয় তিরন্দাজরা ফের ২টি সোনা এনে দিলেন দেশকে। আজ রবিবার ভারতের (India) ক্যাডেট (অনূর্ধ্ব ১৮) রিকার্ভ তিরন্দাজরা ছেলেদের ও মিক্সড (recurve cadet mixed) টিম ইভেন্টে সোনা জিতেছেন। পাশাপাশি ভারতের ঝুলিতে এসেছে দুটি ব্রোঞ্জ পদকও।

ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে ছেলেদের রিকার্ভ টিম ফাইনালে ফ্রান্সকে ৫-৩ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন। ছেলেদের সোনাজয়ী দলে ছিলেন বিশাল চাংমাই, ভিকি রুহাল ও অমিত কুমার।

বিশ্ব আর্চারির যুব চ্যাম্পিয়নশিপের মিক্সড টিম ইভেন্টের ফাইনালে প্রতিপক্ষ জাপানকে ৬-২ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন ভারতের বিশাল চাংমাই ও তমন্না।

মহিলাদের দলগত বিভাগে জার্মান প্রতিপক্ষকে ৫-৩ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন ভারতীয় তিরন্দাজরা। ব্রোঞ্জজয়ী দলে ছিলেন মঞ্জিরি অ্যালোন, অবনী এবং তমন্না।

ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে ছেলেদের ব্রোঞ্জ অর্জন করেন বিশাল চাংমাই। মেয়েদের রিকার্ভে নেদারল্যান্ডের কুইন্টি রোয়েফেনকে হারিয়ে ব্রোঞ্জ অর্জন করেন মঞ্জিরি অ্যালোন।

এর আগে শনিবার ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে ৩টি সোনাসহ মোট ৫টি পদক পেয়েছিল ভারত।

আরও পড়ুন: World Archery Youth Championships: পোল্যান্ডে সোনায় সোহাগা ভারতীয় তিরন্দাজরা