পেশাদার বক্সিংয়ে প্রথম বাউটেই জয় মহম্মদ আলির নাতি নিকো আলির
২০ বছরের নিকো দাদুর মতোই সাফল্যের স্বপ্ন দেখছেন।
এবার পেশাদার বক্সিংয়ে (Boxing) হাতেখড়ি হল মহম্মদ আলির (Muhammad Ali) নাতি নিকো আলি ওয়ালশের (Nico Ali Walsh)। ১৪ অগস্ট পেশাদার রিংয়ে প্রথমবার নেমেছিলেন নিকো। প্রথম বাউটেই জিতেছেন মহম্মদ আলির নাতি। ২০ বছরের নিকো দাদুর মতোই সাফল্যের স্বপ্ন দেখছেন।
বব অ্যারামসের বক্সিং টিমে নাম লিখিয়েছেন নিকো। কিংবদন্তি বক্সার মহম্মদ আলির প্রথম বাউটও আয়োজন করেছিল তারা। পেশাদার বক্সিংয়ের প্রথম ম্যাচের পর নিকো বলেন, “এটা একটা দারুণ রাত ছিল। আমার সমস্ত প্রত্যাশা পূরণ হয়েছে।”
দাদুর দেওয়া সাদা রংয়ের ট্রাঙ্ক পরে নেমেছিলেন নিকো। স্মৃতিমেদুর নিকো বাউটের শেষে বলেন, “আমি এই ট্রাঙ্ক আর কোনওদিন পরব না। এগুলো আমার দাদুর ট্রাঙ্কস। এর সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। আমার স্বপ্ন আজ পূরণ হয়েছে।”
দাদুর মতো হওয়ার স্বপ্ন দেখেন নিকো। নিজের পেশাদার বক্সিংয়ের প্রথম ম্যাচের পরও বারবার দাদুর কথা মনে পড়েছে নিকোর। তিনি বলেন, “আমার দাদুর কথা সবসময় মনে পড়ে। আমি সারাক্ষণ তাঁকে মিস করি। আমার জন্য এই সফরটা বেশ আবেগময়।”