Neeraj Chopra: প্রতিকূলে হাওয়া, কুঁচকিতে টান; সোনা হাতছাড়া হওয়ার কারণ জানালেন নীরজ
Neeraj Chopra Wins Silver: সোনার পদক জেতা হল না। বিশ্ব অ্যাথলটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রোয়ের রবিবাসরীয় লড়াইয়ে কোথায় পিছিয়ে পড়লেন নীরজ? জানালেন নিজেই।
![Neeraj Chopra: প্রতিকূলে হাওয়া, কুঁচকিতে টান; সোনা হাতছাড়া হওয়ার কারণ জানালেন নীরজ Neeraj Chopra: প্রতিকূলে হাওয়া, কুঁচকিতে টান; সোনা হাতছাড়া হওয়ার কারণ জানালেন নীরজ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/07/neeraj-chopra-talks-about-reason-behind-not-able-to-win-gold-medel-in-world-athletics-championship.jpg?w=1280)
ইউজিন: সূচনাটা ভালো হয়নি। ফাইনালের প্রথম চেষ্টা ফাউল হয় নীরজের (Neeraj Chopra)। ধীরে ধীরে কামব্যাক, চতুর্থ থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা এবং রুপোর পদকে প্রতিযোগিতার সমাপ্তি। গ্রানাদার জ্যাভলিন থ্রোয়ার (Javelin Throw) অ্যান্ডারসন পিটার্স প্রথম প্রচেষ্টাতেই ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করেন। তিনবার ৯০ মিটারের দূরত্ব পার করে যান। শেষে ৯০.৫৪ মিটার বর্শা ছুড়ে সোনার পদক ছিনিয়ে নেন। সেখানে ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া দ্বিতীয় স্থানে শেষ করলেন ৮৮.১৩ মিটার বর্শা নিক্ষেপ করে। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীর মধ্যে পার্থক্য অনেকটাই। পদক এলেও ৯০ মিটারের লক্ষ্যে নামা নীরজের এতটা পিছিয়ে পড়ার কারণ কী ছিল? কোথায় ভুল হল? এর উত্তর দিয়েছেন সিলভার মেডেলিস্ট।
নীরজ বলেছেন, “হাওয়া অনুকূলে ছিল না। এটাই আমার বিরুদ্ধে গেল। তাই সূচনাটা ভালো হয়নি। চতুর্থ রাউন্ডের পারফরম্যান্স ভালো হয়েছিল। কিন্তু তারপরই কুঁচকিতে টান অনুভব করি। পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ডে চেষ্টা করেছিলাম। তবে খামতি মেটাতে করতে পারিনি। তা সত্ত্বেও আমি খুশি। রুপোর পদক তো পেয়েছি। চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো করার। আগামী বছরও বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেবার এটাই চেষ্টা থাকবে।”
? BREAKING ? Neeraj Chopra reacts on his historic Silver ? at Eugene, Oregon.@Neeraj_chopra1 @WCHoregon22 @g_rajaraman @afiindia #NeerajChopra #WorldAthleticsChamps pic.twitter.com/zwh8k7KJ1k
— Boria Majumdar (@BoriaMajumdar) July 24, 2022
ডায়মন্ড লিগের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে পিছিয়ে পড়লেন অ্যান্ডারসন পিটার্সের কাছে। রবিবার বিশ্ব মিটে পিটার্সের কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। তাও গ্রানাদার প্রতিযোগীর প্রশংসায় ভেসেছেন নীরজ। বললেন, “ও লাগাতার ভালো পারফরম্যান্স দিয়েছে। আমাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। ওর বর্শা ছোড়ার কায়দা অন্যরকমের। এই পরিস্থিতির মধ্যেও পিটার্স ৯০ মিটার পর্যন্ত বর্শা ছুড়েছে। দেখে মনে হচ্ছিল খুব সোজা। কিন্তু এটা মোটেও সহজ নয়।”