Novak Djokovic: ৩ মাস পর কোর্টে ফিরে জ্বালা মেটালেন জোকার
ইতালির উঠতি টেনিস খেলোয়াড়কে দাঁড়াতেই দেননি জোকার। ১৯ বছরের লোরেঞ্জো মুসেত্তিকে সহজেই উড়িয়ে দেন। ম্যাচ জেতার পর জকোভিচ বলেন, 'এর থেকে ভালো আর কিছু হতে পারে না। অনেক দিন আগে আমি শেষ বার কোর্টে নেমেছিলাম। এই মরসুম শুরুর জন্য ভালো জায়গাও খুঁজে পাচ্ছিলাম না। তবে যে ভাবে আমার জন্য সবাই গলা ফাটাল তাতে আমি মুগ্ধ। আমাকে যে ভাবে কোর্টে সবাই বরণ করে নিয়েছে তা দেখে আমি আপ্লুত।'
দুবাই: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলতে না পারার জ্বালা এখনও মেটেনি। ১ মাস কাটতে না কাটতেই কোর্টে নেমে পড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। দুবাইয়ের কোর্টে নেমেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। করোনা প্রতিষেধক না নেওয়ায় অস্ট্রেলিয়া ওপেন খেলা হয়নি তাঁর। অস্ট্রেলিয়ায় পৌঁছে সেখানে এক সপ্তাহ নানা জটিলতার মধ্যে কাটাতে হয় তাঁকে। ভ্যাকসিন না নেওয়ায় অবশেষে অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হন জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা করোনা প্রতিষেধক না নেওয়ার ব্যাপারে এখনও অনড়়। ফরাসি ওপেনেও তাঁর খেলা নিয়ে সংশয় বাড়ছে। রাফায়েল নাদাল (Rafael Nadal) ২১ গ্র্যান্ড স্ল্যাম জিতে ছাপিয়ে গিয়েছেন তাঁকে। তাই বিকল্প ভাবনা ভাবতে হবে জোকারকেও। দুবাইয়ে ষষ্ঠ বার খেতাব জয়ের লক্ষ্যে কোর্টে নেমেছেন জকোভিচ। দুবাই ওপেনে ইতালির লোরেঞ্জো মুসেত্তিকে স্ট্রেট সেটে ওড়ালেন জোকার। খেলার ফল ৬-৩, ৬-৩।
ইতালির উঠতি টেনিস খেলোয়াড়কে দাঁড়াতেই দেননি জোকার। ১৯ বছরের লোরেঞ্জো মুসেত্তিকে সহজেই উড়িয়ে দেন। ম্যাচ জেতার পর জকোভিচ বলেন, ‘এর থেকে ভালো আর কিছু হতে পারে না। অনেক দিন আগে আমি শেষ বার কোর্টে নেমেছিলাম। এই মরসুম শুরুর জন্য ভালো জায়গাও খুঁজে পাচ্ছিলাম না। তবে যে ভাবে আমার জন্য সবাই গলা ফাটাল তাতে আমি মুগ্ধ। আমাকে যে ভাবে কোর্টে সবাই বরণ করে নিয়েছে তা দেখে আমি আপ্লুত।’
Couldn’t have asked for a better reception back on court ?? #DDFTennis #NoleFam
?: Karim Sahib pic.twitter.com/fEhcyYBCfD
— Novak Djokovic (@DjokerNole) February 21, 2022
জোকার এও বলেন, ‘৩ মাস টেনিস কোর্টে না নামার পড়েও স্ট্রেট সেটে জিতেছি। আমি আমার পারফরম্যান্সে খুশি।’ ৩৪ বছরের জকোভিচ দশমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। কিন্তু ভ্যাকসিন না নেওয়ায় তাঁকে খালি হাতেই অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে হয়। অস্ট্রেলিয়ায় ভ্যাকসিন আইন থাকলেও দুবাইয়ে এ রকম কোনও নির্দিষ্ট আইন নেই। ভ্যাকসিন ছাড়াই সংযুক্ত আরব আমিরশাহিতে প্রবেশ করার অনুমতি পান জোকার। গত ডিসেম্বরে মাদ্রিদে শেষ বার ডেভিস কাপ খেলেছিলেন সার্বিয়ান সুপারস্টার। দুবাই ওপেনে ৭৪ মিনিটের মধ্যেই খেলা শেষ করে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান জকোভিচ।
আরও পড়ুন: Pele Health: দুশ্চিন্তা বাড়িয়ে ফের হাসপাতালে পেলে