কার্লসেনকে হারিয়ে আপ্লুত ১৬ বছরের ভারতীয় ছেলে

প্রজ্ঞানন্দ বলে, 'এখনও পর্যন্ত এটাই আমার কাছে অন্যতম সেরা জয়। কার্লসেনকে হারানোয় যে কোনও দাবাড়ুর কাছেই আত্মবিশ্বাস বেড়ে যায়। আমার ক্ষেত্রেও একই হয়েছে। আমি কখনই ওকে এগিয়ে যেতে দিইনি। শুরু থেকেই চাপে রাখি। আর তাতেই কার্লসেনকে হারাতে সক্ষম হই।'

কার্লসেনকে হারিয়ে আপ্লুত ১৬ বছরের ভারতীয় ছেলে
প্রজ্ঞানন্দ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2022 | 4:29 PM

চেন্নাই: ১৬ বছরের কিশোরের কাছে মাত্র ৩৯ চালেই হেরে গেলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু। রবিবার রাতে দাবার বিশ্ব সার্কিটে হইচই ফেলে দেয় প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার (Grandmaster) হয়ে তাক লাগিয়ে দিয়েছিল। আর ৪ বছর বাদে হারিয়ে দিল বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen)। বিশ্বনাথন আনন্দ, পি হরিকৃষ্ণার পর তৃতীয় ভারতীয় দাবাড়ুর কাছে হারলেন কার্লসেন। ২০১৩ সালে অনূর্ধ্ব-৮ বিশ্ব খেতাব চ্যাম্পিয়ন হয়েছিল প্রজ্ঞানন্দ। মাত্র ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে আন্তর্জাতিক মাস্টার্স জেতে। দাবার লগ্নেই যেন জন্ম প্রজ্ঞানন্দের। এয়ারথিংস মাস্টার্সে ১৬ দলের অনলাইন ব়্যাপিড রাউন্ডে কার্লসেনকে হারিয়ে চমকে দেওয়ার পর যুব দাবাড়ু বেশ উচ্ছ্বসিত।

প্রজ্ঞানন্দ বলে, ‘এখনও পর্যন্ত এটাই আমার কাছে অন্যতম সেরা জয়। কার্লসেনকে হারানোয় যে কোনও দাবাড়ুর কাছেই আত্মবিশ্বাস বেড়ে যায়। আমার ক্ষেত্রেও একই হয়েছে। আমি কখনই ওকে এগিয়ে যেতে দিইনি। শুরু থেকেই চাপে রাখি। আর তাতেই কার্লসেনকে হারাতে সক্ষম হই।’

তবে দাবার জগতে প্রজ্ঞানন্দের উত্থান আচমকা নয়। দীর্ঘদিন ধরেই ভারতীয় দাবা জগতে অত্যন্ত পরিচিত মুখ এই খুদে দাবাড়ু। বিভিন্ন টুর্নামেন্টে ছোট থেকেই চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিয়েছে। প্রজ্ঞানন্দের মেধায় মুগ্ধ বিশ্বনাথন আনন্দও। তিনি নিজেও আলাদা করে এই খুদে দাবাড়ুর প্রসঙ্গ বারবার তুলেছেন। গত মাসে টাটা স্টিল মাস্টার্সে উইক অ্যান জিয়ের বিরুদ্ধে অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও শেষমেশ তাঁকে হারিয়ে দেয়। এয়ারথিংস মাস্টার্সেও অনেক অসুবিধের মধ্যে পড়তে হয়েছিল প্রজ্ঞানন্দকে। কিন্তু কার্লসেনকে ৩৯ চালেই হারিয়ে বাজিমাত করে দেয়। যার দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ সচিন তেন্ডুলকরও। কার্লসেনকে হারিয়ে শোরগোল ফেলে দিলেও এখানেই থেমে থাকতে চায় না প্রজ্ঞানন্দ। সামনের লক্ষ্যে এগিয়ে যেতে সচেষ্ট সে। কিশোরের সাফল্য দেখে মুগ্ধ ভারতের আরও অনেক গ্র্যান্ডমাস্টাররাও।

আরও পড়ুন: Magnus Carlsen: বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে চমক প্রজ্ঞানন্দের