Badminton Asia Championships : ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সিন্ধু-প্রণয়রা

PV Sindhu : দুবাইয়ে চলতি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের (Badminton Asia Championships) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন পিভি সিন্ধু, এইচএস প্রণয়রা। তবে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত।

Badminton Asia Championships : ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সিন্ধু-প্রণয়রা
Badminton Asia Championships : ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সিন্ধু-প্রণয়রাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 10:02 PM

দুবাই : অলিম্পিকে দু’বারের পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) পৌঁছে গেলেন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের (Badminton Asia Championships) কোয়ার্টার ফাইনালে। চিনা প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সিন্ধু। তাঁর পাশাপাশি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের তারকা শাটলার এইচএস প্রণয় (HS Prannoy)। দুবাইয়ে চলতি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত। শুধু সিন্ধু আর প্রণয়ই নন, তাঁদের পাশাপাশি পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটিও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চিনা প্রতিপক্ষ হান ইউকে ৩৩ মিনিটেই উড়িয়ে দেন হায়দরাবাদের তারকা শাটলার সিন্ধু। তিনি ম্যাচ জেতেন ২১-১২, ২১-১৫ ফলাফলে। এই টুর্নামেন্টের অষ্টম বাছাই হলেন পিভি সিন্ধু। কোরিয়ান শাটলার আন সে ইয়ংয়ের বিরুদ্ধে তিনি পরবর্তী ম্যাচে খেলবেন। এই টুর্নামেন্টে আন সে ইয়ং দ্বিতীয় বাছাই। প্রসঙ্গত, হেড টু হেডে নজর দিলে দেখা যায় গত ৫ বারের সাক্ষাতে ইয়ংয়ের কাছে প্রতিটি ম্যাচেই হেরেছেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালে এ বার সিন্ধু ইয়ং কাঁটা উপড়ে ফেলতে পারেন কিনা সেটাই দেখার।

প্রসঙ্গত, পিভি সিন্ধুর মতোই পুরুষদের সিঙ্গলসে অষ্টম বাছাই হলেন এইচএস প্রণয়। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে তিনি ইন্দোনেশিয়ার চিকো অরা ডুই ওয়ারডোয়োকে হারিয়েছেন। ৬১ মিনিটের লড়াইয়ে তিনি জেতেন ২১-১৬, ৫-২১, ২১-১৮ ব্যবধানে। এ বার কোয়ার্টার ফাইনালে প্রণয়ের প্রতিপক্ষ জাপানের কান্তা সুনেইমা।

পুরুষদের ডাবলসে চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি খেলছেন ষষ্ঠ বাছাই হিসেবে। কোরিয়ান জুটি জিন ইয়ং ও না সুং সিউংকে হারিয়ে তাঁরা পৌঁছে গিয়েছেন টুর্নামেন্টে শেষ আটে। কোয়ার্টার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ টুর্নামেন্টের তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান ও হেন্ড্রা সেতিয়াওয়ান জুটি। অন্যদিকে সিন্ধু-প্রণয়রা পারলেও ভারতের তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত ১৪-২১, ২২-২০, ৯-২১ ব্যবধানে হেরেছেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই জাপানের কোদাই নারাওকার কাছে।