French Open: তাকাহাসির কাছে হেরে ফ্রেঞ্চ ওপেন শেষ সিন্ধুর
দু'মাসের ছুটি কাটিয়ে এখন আবার কোর্টে ফেরা সিন্ধুর ফোকাস ছিল শুধুই ফ্রেঞ্চ ওপেন। আপাতত ফাইনালে ওঠার দিকেই তাকিয়ে ছিলেন তিনি। সেরাটা দিতে পারলে সেই স্বপ্ন পূরণও হত তাঁর। কিন্তু তা হল না।
কলকাতা: অলিম্পিক কিংবা এশিয়ান গেমসে তিনি সেরা। ধারাবাহিক ভাবে নিজের সাফল্য খুঁজে পান। কিন্তু ওপেন টুর্নামেন্টগুলোয় কী হয় পিভি সিন্ধুর (PV Sindhu)? আপাতত এই প্রশ্নের উত্তর আরও একবার খুঁজতে হচ্ছে। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে জাপানের সায়াকা তাকাহাসির (Sayaka Takahashi) কাছে হেরে ১-০ এগিয়ে গিয়েও ১-২ গেমে হেরে বিদায় নিলেন ভারতীয় শাটলার।
ব়্যাঙ্কিংয়ে যতই পিছিয়ে থাকুন, ম্যাচটা যে কঠিন ছিল, তা ভালো করেই জানতেন সিন্ধু। তাই শুরু থেকেই আগ্রাসী খেলার চেষ্টা করেছিলেন। প্রথম গেমটা নিয়ন্ত্রণেও রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত ২১-১৮ জিতে নেন। কিন্তু পরের গেমটাতে আবার ১৬-২১ হেরেছেন সিন্ধু। অনেকবার ভারতীয় ব্যাডমিন্টন তারকার বিরুদ্ধে খেলার জন্য জাপানি তাকাহাসি খুব ভালো করেই সিন্ধরু দুর্বলতা জানেন। তাই পরের গেমে র শুরু থেকেই গতি বাড়িয়েছিলেন তিনি। তাতেই বিপাকে পড়ে যান। থার্ড কোর্ট থেকে নেট বল, ক্রমাগত দৌড় করিয়েছেন সিন্ধুকে। ক্লান্ত ভারতীয় দ্বিতীয় গেমটাতে প্রতিরোধ তৈরি করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। তৃতীয় গেমে আরওই পারলেন না। ১২-২১ এ ফ্রেঞ্চ ওপেনে যাত্রা শেষ হল সিন্ধুর।
?@Pvsindhu1 went down 21-18, 16-21, 12-21 against ??'s Sayaka Takahashi in the semifinal and with that it's the end of ??'s campaign here at #FrenchOpen2021.#FrenchOpenSuper750#badminton pic.twitter.com/VoaFbvE3sc
— BAI Media (@BAI_Media) October 30, 2021
ডেনমার্কে আগের টুর্নামেন্টে সাফল্য পাননি। তবে এ বার ফাইনালের হাতছানি ছিল সিন্ধুর সামনে। টোকিও গেমসে পদক পাওয়ার পর কোর্টে ফিরেই হারতে হয়েছিল বলে ফ্রেঞ্চ ওপেন জেতার জন্য মরিয়া ছিলেন সিন্ধু। কিন্তু ছন্দ ধরে রাখতে পারলেন না। যে তাকাহাসির কাছে প্রথম রাউন্ডে হেরে ছিটকে গিয়েছিলেন সাইনা, তাঁর কাছেই হেরে বিদায় সিন্ধুর।
বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা সিন্ধু কিন্তু ওপেন টুর্নামেন্টগুলোতে নিজেকে আরও বেশি মেলে ধরতে চাইছেন। পর পর দুটো অলিম্পিকে পদক পাওয়ার পর অনেক কিছুই পাল্টে গিয়েছে। গত বছরটা ফিটনেস সমস্যায় কাটাতে হয়েছে তাঁকে। কিন্তু টোকিও গেমসের সময় থেকে তিনি ফিটনেসের তুঙ্গে ছিলেন। দু’মাসের ছুটি কাটিয়ে এখন আবার কোর্টে ফেরা সিন্ধুর ফোকাস ছিল শুধুই ফ্রেঞ্চ ওপেন। আপাতত ফাইনালে ওঠার দিকেই তাকিয়ে ছিলেন তিনি। সেরাটা দিতে পারলে সেই স্বপ্ন পূরণও হত তাঁর। কিন্তু তা হল না।
আরও পড়ুন:T20 World Cup 2021: ধোনি মডেল অনুসরণ করে হয়তো পাক ম্যাচের টিমই খেলবে রবিবার