মহম্মদ আলির আঁকা ছবি বিক্রি ১০ লক্ষ ডলারে
পেশাদার বস্কার মহম্মদ আলি, সোশ্যাল অ্যাক্টিভিস্ট মহম্মদ আলি, কবি মহম্মদ আলিকে অনেকেই চেনেন। কিন্তু পেন্টার মহম্মদ আলির বিশ্বের কাছে খুব একটা পরিচিত ছিলেন না।
নিউইয়র্ক: বিশ্ব তাঁকে চেনে সর্বকালের সেরা বক্সার (boxer) হিসেবে। বক্সিং রিংয়ে যে হাত প্রতিপক্ষকে বারবার নক আউট করে এসেছে, সেই হাতেই পেন্সিল স্কেচ বানিয়েছিলেন। এতদিন মহম্মদ আলির (Muhammad Ali) ঘনিষ্ঠরাই তাঁর এই প্রতিভা সম্পর্ক জানতেন। এ বার জানল গোটা বিশ্ব। দ্য গেট আলির আঁকা (drawing) সেই স্কেচ তোলা হয়েছিল নিলামে। সব মিলিয়ে ২৬টি স্কেচ। যা বিক্রি হল প্রায় ১ মিলিয়ন (1 million) মার্কিন ডলারে।
সব থেকে বেশি দামে বিক্রি হয়েছে ‘স্টিং লাইক এ বি’ (sting like a bee) ছবিটি। যার দাম উঠেছিল ৪ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার। এই ছবির যে এত দাম উঠবে, সেটা বিক্রির আগে ভাবা যায়নি। ছবিগুলি নিলামে তুলেছিলেন আর্ট কালেক্টর ও মহম্মদ আলির ঘনিষ্ঠ বন্ধু রডনি হিল্টন। জানিয়েছেন, “১৯৭৭ সালে মহম্মদ আলি তাঁর প্রথম তিনটি ছবি এঁকেছিলেন বস্টনে বসে। একটি বক্সিং ম্যাচের পর এই ছবি তিনটি এঁকেছিলেন মহম্মদ আলি।”
মহম্মদ আলির আঁকা ২৬টি ছবি বিক্রি হল ৯ লক্ষ ৪৫ হাজার ৫২৪ মার্কিন ডলারে। বনহ্যাম অকশন সেন্টারের অধিকর্তা জানিয়েছেন, মহম্মদ আলি তাঁর বাবার কাছে আঁকা শিখেছেন। স্পোর্টস আর্টিস্ট লিরয় নেইম্যানের কাছেও শিখেছেন ছবি আঁকা। পেশাদার বস্কার মহম্মদ আলি, সোশ্যাল অ্যাক্টিভিস্ট মহম্মদ আলি, কবি মহম্মদ আলিকে অনেকেই চেনেন। কিন্তু পেন্টার মহম্মদ আলির বিশ্বের কাছে খুব একটা পরিচিত ছিলেন না।
মহম্মদ আলির স্টিং লাইকে এ বি ছবিটি আঁকা হয়েছিল ১৯৮৭ সালে। ফ্রিডম রোড ইন মিসিসিপির চিত্রগ্রহণের সময় এই ছবি এঁকে লেন আলি। যে ছবি সব থেকে বেশি দামে বিক্রি হয়েছে। বনহ্যাম জানিয়েছেন, “আলি বলতেন, তাঁর বক্সিং স্টাইলকে বর্ণনা দিতেন উড়ন্ত প্রজাপতি ও মৌমাছির হুল ফোটানের সঙ্গে।” ১৯৭৯ সালে মহম্মদ আলি এঁকেছিলেন আই লাভ ইউ আমেরিকা। যে ছবিটি বিক্র হয়েছে দেড় লক্ষ মার্কিন ডলারে।
২০১৬ সালে ৭৪ বছর বয়সে পারকিনসনে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন মহম্মদ আলি।