Tokyo Olympics 2020: তৃতীয় বাছাইয়ের মুখে শরথকমল-মণিকা

টোকিও গেমসে (Tokyo Games) তিন নম্বর বাছাইয়ের মুখে পড়ে গেলেন ভারতের দুই অ্যাথলিট। ২৪ জুলাই প্রথম রাউন্ডের ম্যাচে চাইনিজ তাইপের জুটি লিন ইয়ান জু-চেং ই চিংয়ের বিরুদ্ধে নামছেন শরথকমল-মণিকা।

Tokyo Olympics 2020: তৃতীয় বাছাইয়ের মুখে শরথকমল-মণিকা
Tokyo Olympics 2020: তৃতীয় বাছাইয়ের মুখে শরথকমল-মণিকা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2021 | 10:02 PM

টোকিও: কখনও স্বপ্ন না-দেখা টেবল টেনিস (Table Tennis) এ বারের অলিম্পিকে (Olympics) হঠাত্‍ই আশার আলো দেখাতে শুরু করেছে। কারণ, অচান্তা শরথকমল (Sharath Kamal) ও মণিকা বাত্রা (Manika Batra)। মিক্সড ডাবলসে এই জুটি কি পদক দিতে পারেন?

বুধবার সন্ধে থেকে সে স্বপ্ন কিছুটা হলেও ফিকে দেখাচ্ছে। টোকিও গেমসে (Tokyo Games) তিন নম্বর বাছাইয়ের মুখে পড়ে গেলেন ভারতের দুই অ্যাথলিট। ২৪ জুলাই প্রথম রাউন্ডের ম্যাচে চাইনিজ তাইপের জুটি লিন ইয়ান জু-চেং ই চিংয়ের বিরুদ্ধে নামছেন শরথকমল-মণিকা।

শনিবারই নিজেদের ব্যক্তিগত ইভেন্টে নামছেন ভারতীয় প্যাডলাররা। মণিকার প্রথম ম্যাচ গ্রেট ব্রিটেনের হো টিনটিনের বিরুদ্ধে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ইউক্রেনের মার্গারেটা পেসোত্‍স্কা এবং অস্ট্রিয়ার সোফিয়া পোলকানোভার বিরুদ্ধে। বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় তাঁর প্রথম সিঙ্গলস খেলবেন সুইডেনের লিন্ডা বার্গস্টর্মের বিরুদ্ধে। পরের দুটো ম্যাচ পর্তুগালের ইউ ফু ও জাপানের মিমা ইতোর বিরুদ্ধে।

প্রথম রাউন্ডে বাই পাওয়া জি সাথিয়ান দ্বিতীয় রাউন্ডে খেলবেন হংকংয়ের ব্রায়ান আফানাদোরের বিরুদ্ধে। তৃতীয় রাউন্ডে তিনি খেলবেন জাপানের দুরন্ত ফর্মে থাকা তোমোকাজু হারিমতোর বিরুদ্ধে।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: টোকিওর পদক সব আক্ষেপ মিটিয়ে দেবে: শ্রীজেশ