Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi-Neeraj Chopra: ‘যখন দেখা হবে…’, ফোনে নীরজকে কথা দিলেন প্রধানমন্ত্রী মোদী

Paris Olympics 2024: অন্যান্য পদকজয়ীদের মতো নীরজের সঙ্গেও ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীরজকে অনেক অনেক শুভেচ্ছা জানান। তাঁকে উৎসাহ দেন। গভীর রাতেও পুরো দেশ, কোটি কোটি মানুষ তাঁর ইভেন্ট দেখছিল। নীরজ কিছুটা হলেও হতাশ।

PM Modi-Neeraj Chopra: 'যখন দেখা হবে...', ফোনে নীরজকে কথা দিলেন প্রধানমন্ত্রী মোদী
Image Credit source: ScreenGrab, PTI
Follow Us:
| Updated on: Aug 09, 2024 | 6:05 PM

সারা দেশের প্রত্যাশার চাপ। সকলে যেন ধরেই নিয়েছিলেন, প্যারিস অলিম্পিকে সোনার প্রত্যাশা পূরণ করতে পারেন নীরজ চোপড়াই। কোয়ালিফিকেশন পর্বেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। প্রত্যাশা আরও বেড়েছিল টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়া নীরজের উপর। তবে পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার থ্রোয়ে সকলের আশায় জল ঢেলে দেন। চোট নিয়েও মরিয়া চেষ্টা নীরজ চোপড়ার। যদিও সোনা ধরে রাখতে পারেননি ভারতের গোল্ডেন বয়। এ বারের মতো রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে টানা দুটি অলিম্পিকে পদক। এও ইতিহাস।

অন্যান্য পদকজয়ীদের মতো নীরজের সঙ্গেও ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীরজকে অনেক অনেক শুভেচ্ছা জানান। তাঁকে উৎসাহ দেন। গভীর রাতেও পুরো দেশ, কোটি কোটি মানুষ তাঁর ইভেন্ট দেখছিল। নীরজ কিছুটা হলেও হতাশ। বলছেন, ‘স্যার, এটা ঠিকই যে আমি পদক জিতেছি। তবে সকলেরই আমার উপর প্রত্যাশা ছিল সোনা জেতার। চেষ্টা করেছিলাম, তবে যতটা করতে হত, চোটের জন্য পারছিলাম না।’ প্রধানমন্ত্রী তাঁকে জিজ্ঞেস করেন, এই বিষয়টা কী করা যায়? নীরজ জানান, সেটাই টিমের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। প্রতিদ্বন্দ্বিতা খুবই কঠিন ছিল। এর মধ্যেও পদক আনতে পেরেছেন, এটাও ইতিবাচক। নীরজ জানান, খেলায় এমন ওঠা নামা থাকবেই, আগামীতে আরও পরিশ্রম করবেন।

পরিবারের কেউ সঙ্গে গিয়েছে কিনা তাও খোঁজ নেন প্রধানমন্ত্রী। নীরজ জানান, সঙ্গে কেউ না এলেও হরিয়ানায় বাড়িতে উৎসবের মেজাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আপনার পরিবারের স্পোর্টসম্যান স্পিরিট খুবই ভালো। খেলায় ওঠা নামা যেমন থাকে, তেমনই আপনি চোট নিয়েও যে ভাবে পদক এনেছেন তা প্রশংসনীয়। সোনা নিয়ে আর ভাববেন না, যেটা চলে গেছে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। আপনিই আমাদের কাছে গোল্ড। দু-বার অলিম্পিক পদক জিতেছেন, এটাও রেকর্ড। একটা কথা বলতে চাই, এরপর আমাদের যখন সামনাসামনি কথা হবে, তখন চোট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটার কী উপায় বের করা যায়, ওটা নিয়ে কথা বলতে চাই।’

চোটের বিষয়টি দু-বার তাঁকে বলেন মোদী। কতটা চিন্তায় রয়েছেন, বলাই যায়। দেশে ফিরলেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে নীরজের। সে সময়ই হয়তো তাঁর চিকিৎসা নিয়েও আলোচনা হবে। নীরজের মা-বাবাও জানিয়েছিলেন, নীরজের কুঁচকির চোট রয়েছে।