জন্মদিনে জয় পেলেন নাদাল

ক্লে কোর্টের রাজার প্রতিবছর জন্মদিনটা কাটে প্যারিসেই। ৩ জুন রাফায়েল নাদালের (Rafael Nadal) জন্মদিন। এই সময় ফরাসি ওপেন (French Open) টুর্নামেন্ট চলে। বৃহস্পতিবার ফরাসি ওপেনে ফ্রান্সের রিচার্ড গ্যাসকে (Richard Gasquet) স্ট্রেট সেটে হারালেন রাফায়েল নাদাল। জন্মদিনে নিজেই নিজেকে পুরস্কার দিলেন ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে।

| Updated on: Jun 04, 2021 | 5:56 PM
রিচার্ড গ্যাসের বিরুদ্ধে বৃহস্পতিবার রাফায়েল নাদাল জিতেছেন ৬-০, ৭-৫, ৬-২ ফলাফলে।(সৌজন্যে-টুইটার)

রিচার্ড গ্যাসের বিরুদ্ধে বৃহস্পতিবার রাফায়েল নাদাল জিতেছেন ৬-০, ৭-৫, ৬-২ ফলাফলে।(সৌজন্যে-টুইটার)

1 / 5
এই নিয়ে ১৭ বার রিচার্ডের মুখোমুখি হলেন নাদাল। প্রতিবার তিনিই জিতেছেন।(সৌজন্যে-টুইটার)

এই নিয়ে ১৭ বার রিচার্ডের মুখোমুখি হলেন নাদাল। প্রতিবার তিনিই জিতেছেন।(সৌজন্যে-টুইটার)

2 / 5
এ দিন দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ জেতেন রাফা।(সৌজন্যে-টুইটার)

এ দিন দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ জেতেন রাফা।(সৌজন্যে-টুইটার)

3 / 5
এই প্রথম বার ফরাসি ওপেনে রাতে খেললেন রাফায়েল নাদাল।(সৌজন্যে-টুইটার)

এই প্রথম বার ফরাসি ওপেনে রাতে খেললেন রাফায়েল নাদাল।(সৌজন্যে-টুইটার)

4 / 5
২১ তম গ্র্যান্ড স্লামের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন রাফা। পরের ম্যাচে ক্যামেরন নরির মুখোমুখ হবেন তিনি। (সৌজন্যে-টুইটার)

২১ তম গ্র্যান্ড স্লামের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন রাফা। পরের ম্যাচে ক্যামেরন নরির মুখোমুখ হবেন তিনি। (সৌজন্যে-টুইটার)

5 / 5
Follow Us: