Wimbledon 2021: মিক্সড ডবলসের শুরুতেই জয় সানিয়া-বোপান্না জুটির

প্রথম সেটে অঙ্কিতা-রামকুমারকে দাঁড়াতেই দেননি অভিজ্ঞ সানিয়া-বোপান্না। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর দারুণ চেষ্টা করে অঙ্কিতারা।

Wimbledon 2021: মিক্সড ডবলসের শুরুতেই জয় সানিয়া-বোপান্না জুটির
Wimbledon 2021: মিক্সড ডবলসের শুরুতেই জয় সানিয়া-বোপান্না জুটির
Follow Us:
| Updated on: Jul 02, 2021 | 8:12 PM

লন্ডন: আজ, শুক্রবার উইম্বলডনের ইতিহাসে ছিল এক স্মরণীয় দিন। কারণ, এই প্রথমবার চার ভারতীয় টেনিস তারকা একে অপরের মুখোমুখি হলেন উইম্বলডনে। মেয়েদের ডবলসের পর মিক্সড ডবলসেও (Mixed doubles) জয় দিয়েই উইম্বলডনের (Wimbledon) যাত্রা শুরু করলেন সানিয়া মির্জা (Sania Mirza)।ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্নার (Rohan Bopanna) সঙ্গে জুটিতে সানিয়া মিক্সড ডবলসের প্রথম রাউন্ডেই ভারতের অপর জুটি অঙ্কিতা রায়না (Ankita Raina) ও রামকুমার রামনাথনকে (Ramkaumar Ramanathan) হারান। ম্যাচের ফলাফল ৬-২, ৭-৬ (৫)।

প্রথম সেটে অঙ্কিতা-রামকুমারকে দাঁড়াতেই দেননি অভিজ্ঞ সানিয়া-বোপান্না। একের পর এক পয়েন্ট জিতে নিয়ে প্রথম সেটটি ৬-২ ব্যবধানে জেতেন সানিয়ারা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর দারুণ চেষ্টা করে অঙ্কিতারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেও বেশ টানটান লড়াই দেখা যায় চার ভারতীয় তারকার মধ্যে। তবে শেষ মেশ ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে নেন সানিয়া-বোপান্না জুটি।

বৃহস্পতিবার মেয়েদের ডবলসের প্রথম ম্যাচে মার্কিন সঙ্গী বিথ্যানি ম্যাটেন স্যান্ডসকে (Bethanie Mattek Sands) নিয়ে প্রতিপক্ষ ডিজারি ক্রজিক (Desirae Krawczyk) ও অ্যালেক্সা গুয়ারাচি (Alexa Guarachi) জুটিকে হারান সানিয়া মির্জারা। উইম্বলডনে একের পর এক ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিচ্ছেন হায়দরাবাদী চেনিস সুন্দরী। অলিম্পিককে পাখির চোখ করেই উইম্বলডনে ভালো পারফর্ম করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন সানিয়া।

আরও পড়ুন: Wimbledon 2021: ষষ্ঠ জুটিকে উড়িয়ে উইম্বলডনের যাত্রা শুরু সানিয়াদের