Saina Nehwal: ‘স্পোর্টসের কঙ্গনা রানাউত’, নীরজকে নিয়ে মন্তব্য করে চরম ট্রোলড সাইনা নেহওয়াল

কয়েকদিন আগে এক পডকাস্টে অতিথি হিসেবে গিয়েছিলেন সাইনা নেহওয়াল। যেখানে তিনি জানিয়েছিলেন, নীরজ চোপড়া (Neeraj Chopra) টোকিও অলিম্পিকে সোনা না জেতা অবধি তিনি জানতেন না অ্যাথলেটিক্সে জ্যাভলিন থ্রো বলে কোনও খেলা রয়েছে।

Saina Nehwal: 'স্পোর্টসের কঙ্গনা রানাউত', নীরজকে নিয়ে মন্তব্য করে চরম ট্রোলড সাইনা নেহওয়াল
'স্পোর্টসের কঙ্গনা রানাউত', নীরজকে নিয়ে মন্তব্য করে চরম ট্রোলড সাইনা নেহওয়াল
Follow Us:
| Updated on: Aug 14, 2024 | 3:19 PM

কলকাতা: বিতর্ক যেন পিছু ছাড়ছে না সাইনা নেহওয়ালের (Saina Nehwal)। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিংয়ে দেশের ব্যাডমিন্টন তারকা। কয়েকদিন আগে এক পডকাস্টে অতিথি হিসেবে গিয়েছিলেন সাইনা নেহওয়াল। যেখানে তিনি জানিয়েছিলেন, নীরজ চোপড়া (Neeraj Chopra) টোকিও অলিম্পিকে সোনা না জেতা অবধি তিনি জানতেন না অ্যাথলেটিক্সে জ্যাভলিন থ্রো বলে কোনও খেলা রয়েছে। ভারতের সোনার ছেলে নীরজ জ্যাভলিন থ্রো-কে দেশে যে জনপ্রিয় করেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। টোকিওতে সোনার পর প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রো-তে রুপো পেয়েছেন পানিপতের ছেলে। নীরজের জন্যই দেশে জ্যাভলিনের জনপ্রিয়তা বেড়েছে। এ কথা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সাইনা নীরজকে নিয়ে মন্তব্য করে চরম ট্রোলড হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সাইনা নেহওয়ালকে অনেকেই আক্রমণ করছেন।’স্পোর্টসের কঙ্গনা রানাউত’এমন কমেন্টও শুনতে হচ্ছে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় অ্যাথলিট সাইনাকে। হায়দরাবাদী শাটলার অবশ্য এমন মন্তব্য শুনে চুপ থাকেননি। সোশ্যাল মিডিয়া সাইট X এ সাইনা এই বিষয়ে লিখেছেন, ‘প্রশংসার জন্য ধন্যবাদ.. কঙ্গনা সুন্দরী… কিন্তু আমি নিজের খেলার পারফেক্ট থাকতে চাই। গর্বের সঙ্গে আমি বলতে চাই যে বিশ্বের এক নম্বর হয়েছিলাম এবং দেশকে ব্যাডমিন্টনে অলিম্পিক পদক এনে দিয়েছি। আবারও বলব যে, ধরে বসে কমেন্ট করা বেশ সহজ। আর খেলাধূলার সঙ্গে যুক্ত থাকা কঠিন। নীরজ আমাদের সুপার স্টার এবং তিনি ভারতে খেলাধূলাকে জনপ্রিয় করেছেন।’

Saina Nehwal X post

সোশ্যাল মিডিয়া সাইট X এ ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল যা লিখেছেন। (ছবি-সাইনা নেহওয়ালের সোশ্যাল মিডিয়া সাইট X)

এর আগে বলিউড অভিনেত্রী, বর্তমানে সাংসদ কঙ্গনা রানাউত একাধিকবার বিভিন্ন ইসুতে এমন মন্তব্য করেছেন, যাতে তিনি চরম ট্রোলড হয়েছেন। ঠিক সেই ভাবেই সাইনাকে আক্রমণ করলেন নেটিজ়েনরা। তবে তাতে তিনি দমার নয়। সত্যি কথাই তিনি বলেছেন, তাই কোনও রকম ভয়ও নেই সাইনার।