Olympics 2020 Highlights, DAY6: অতনু-সিন্ধু-হকিতে সোনালি স্বপ্ন, মেরি কমে স্বপ্নভঙ্গ

| Edited By: | Updated on: Jul 29, 2021 | 11:45 PM

Tokyo Olympics Live Updates: লক্ষ্মীবারে অলিম্পিকে পদকের লক্ষ্মীলাভ হয় কিনা, তার দিকে নজর থাকবে ভারতবাসীর।

Olympics 2020 Highlights, DAY6:  অতনু-সিন্ধু-হকিতে সোনালি স্বপ্ন, মেরি কমে স্বপ্নভঙ্গ
অতনু-সিন্ধু-হকিতে সোনালি স্বপ্ন, মেরি কমে স্বপ্নভঙ্গ

আজ ভারত যে ইভেন্টে নামছে, তাতে পদক না থাকলেও, তৈরি হবে অনেকগুলো পদক সমন্ভাবণা। ভারতীয় হকি থেকে পিভি সিন্ধু- প্রতিটি ইভেন্টে ভারত আরও একধাপ এগোতে পারে পদকের দিকে। নজর থাকবেন বাংলার অতনু দাসের দিকেও। শ্যুটিংয়েও ভারতের মহিলাজুটি এদিন কাড়বে নজর।সব মিলিয়ে লক্ষ্মীবারে অলিম্পিকে পদকের লক্ষ্মীলাভ হয় কিনা, তার দিকে নজর থাকবে ভারতবাসীর।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Jul 2021 04:59 PM (IST)

    সাঁতার – সেমিফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ সজন প্রকাশ

    ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ৮টি হিটের পর ৪৬ নম্বরে শেষ করলেন ভারতের সজন প্রকাশ। তিনি সেমিফাইনালে পৌঁছতে পারলেন না।

  • 29 Jul 2021 04:25 PM (IST)

    সাঁতার – ১০০ মিটার বাটারফ্লাই হিট ২-তে দ্বিতীয় স্থানে সজন প্রকাশ

    ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাই হিট-২ তে দ্বিতীয় স্থানে শেষ করলেন ভারতের সজন প্রকাশ। তিনি সময় নেন ৫৩.৪৫ সেকেন্ড। ৮টি হিটের পর মোট ১৬ জন সাঁতারু সেমিফাইনালে পৌঁছবেন।

  • 29 Jul 2021 04:00 PM (IST)

    প্রিকোয়ার্টার থেকেই বিদায় নিলেন মেরি

    কলম্বিয়ান প্রতিপক্ষ ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে প্রিকোয়ার্টারে ২-৩ ব্যবধানে হেরে গেলেন মেরি কম। এখানেই শেষ হল মেরির টোকিও সফর

  • 29 Jul 2021 03:59 PM (IST)

    বক্সিং – দ্বিতীয় রাউন্ডেও হারলেন মেরি

    কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে দ্বিতীয় রাউন্ডে ৩-২ ব্যবধানে হেরে গেলেন মেরি কম

  • 29 Jul 2021 03:47 PM (IST)

    বক্সিং- প্রথম রাউন্ডে হার মেরির

    মেয়েদের ফ্লাইওয়েট বিভাগে (৫১কেজি) কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে প্রথম রাউন্ডে ৪-১ ব্যবধানে হেরে গেলেন মেরি কম

  • 29 Jul 2021 12:23 PM (IST)

    সেলিং – লেজার র‍্যাডিক্যালের রেস আটে নেত্রা ২০ নম্বরে

    লেজার র‍্যাডিক্যালের রেস আটে ২০ নম্বরে শেষ করলেন নেত্রা কুমানন। ৩০ জুলাই নেত্রা ফের নামবেন লেজার র‍্যাডিক্যালের নয় ও দশ নম্বর রেসে।

  • 29 Jul 2021 12:19 PM (IST)

    সেলিং – লেজার হিটের রেস আটে বিষ্ণু ২৩ নম্বরে

    লেজার হিটের রেস আটে ২৩ নম্বরে শেষ করলেন বিষ্ণু সর্বানন। ৩০ জুলাই বিষ্ণু ফের নামবেন লেজার হিটের নয় ও দশ নম্বর রেসে।

  • 29 Jul 2021 10:30 AM (IST)

    ৫য়ে মনু, ২৫য়ে রাহি

    মহিলাদের ২৫ মিটার পিস্তলের কোয়ালিফিকেশন প্রিসিশন রাউন্ডে ৫ নম্বরে শেষ করলেন মনু ভাকর। ২৫ নম্বরে শেষ করলেন রাহি স্বর্ণবত। কাল হবে কোয়ালিফেকিশেন RAPID রাউন্ড। সেখান থেকে ফাইনাল রাউন্ডে পৌঁছবে সেরা শ্যুটাররা

  • 29 Jul 2021 09:01 AM (IST)

    বক্সিংয়ের সুপার হেভিওয়েটের কোয়ার্টার ফাইনালে সতীশকুমার

    পুরুষদের সুপার হেভিওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফআইনালে সতীশ কুমার।জামাইকার ৪-১ ফলে হারিয়ে শেষ আটে সতীশ কুমার। আর ১ ম্যাচ জিতলেই পদক নিশ্চিত ভারতের।

  • 29 Jul 2021 08:29 AM (IST)

    সোনাজয়ীকে হারিয়ে তৃতীয় রাউন্ডে অতনু

    টিম ইভেন্টে সোনাজয়ী ঝিনহিয়েককে হারিয়ে ৬-৫ ফলে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে বাংলার তীরন্দাজ অতনু দাস

  • 29 Jul 2021 08:25 AM (IST)

    দ্বিতীয় রাউন্ডে অতনুর ম্যাচ ড্র, এবার টাইব্রেকার

    দঃ কোরিয়ার ঝিনহেইকের সঙ্গে ৫-৫ ফল অতনুর। এবার খেলা ফয়সালা টাইব্রেকারে

  • 29 Jul 2021 08:10 AM (IST)

    শ্যুটিংয়ের ২৫ মিটার পিস্তলে লড়াইয়ে মনু ভাকর ও রাহি স্বর্ণবত

    মহিলাদের ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টের কোয়ালিফিকেশন প্রিসিশন রাউন্ডে লড়াই করছেন মনু ভাকর ও রাহি স্বর্ণবত। কাল হবে কোয়ালিফিকেশন rapid। আজ নজর থাকবে ক্রমতালিকায় এই দুই শ্যুটার কে কোথায় থাকবে।

  • 29 Jul 2021 07:44 AM (IST)

    তিরন্দাজিতে প্রথম রাউন্ডে জিতলেন অতনু

    চাইনিজ তাইপের ইউ চেন ডেংকে ৬-৪ ফলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলার অতনু দাস

  • 29 Jul 2021 07:33 AM (IST)

    হকির কোয়ার্টার ফাইনালে ভারত

    আর্জেন্তিনাকে হারিয়ে হকির কোয়ার্টার ফআইনালের টিকিট নিশ্চিত করে ফেললেন রুপিন্দর পাল সিংরা

  • 29 Jul 2021 07:32 AM (IST)

    হকিতে জয় ভারতের

    আর্জেন্তিনাকে ৩-১ গোলে হারাল ভারত। গোলদাতা বরুণ কুমার, ভিএস প্রসাদ ও হরমনপ্রীত সিংয়ের

  • 29 Jul 2021 07:30 AM (IST)

    ৩-১ গোলে এগিয়ে ভারত

    ভারতের হয়ে তৃতীয় গোল হরমনপ্রীত সিংয়ের। জয়ের দোরগোড়ায় ভারত

  • 29 Jul 2021 07:28 AM (IST)

    হকিতে ২-১ গোলে এগিয়ে ভারত

    আর্জেন্তিনার বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ভারত। ভারতের হয়ে দুটি গোল বরুণ কুমার ও ভিএস প্রসাদের। চতুর্থ কোয়ার্টারের ম্যাচ চলছে।

  • 29 Jul 2021 07:09 AM (IST)

    হকিতে ১-০ গোলে এগিয়ে ভারত

    আর্জেন্তিনার বিরুদ্ধে হকিতে ১-০ গোলে এগিয়ে ভারত। তৃতীয় কোয়ার্টারে ভারতকে এগিয়ে দেন বরুণ কুমার।

  • 29 Jul 2021 07:08 AM (IST)

    রোয়িংয়ে একাদশতম স্থানে শেষ করল ভারত

    পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসে একাদশতম স্থানে শেষ করল ভারত। গতকালই ফাইনাল বি-তে পৌঁছেছিল ভারতীয় জুটি অর্জুন জাঠ ও অরবিন্দ সিং। ফাইনাল বি মানে পদকের সম্ভাবণায় না থাকা। তবে ক্রমতালিকার সিদ্ধান্ত হবে ফাইনাল বি-তে। অবশেষে ফাইনাল বিতে ৫ নম্বরে শেষ করল এই রোয়ার জুটি। সার্বিকভাবনে ১১ নম্বরে

  • 29 Jul 2021 07:02 AM (IST)

    কোয়ার্টার ফাইনালে সিন্ধু

    ডেনমার্কের প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন পিভি সিন্ধু।পদক জয়ের থেকে আর মাত্র ১ ধাপ দূরে হায়দরাবাদী শাটলার।খেলার ফল ২১-১৫,২১-১৩

  • 29 Jul 2021 06:55 AM (IST)

    চলছে গলফ

    গলফে অভিযান শুরু ভারতের ২ প্রতিনিধি উদয়ন মানে ও বাংলার অনির্বাণ লাহিড়ির

  • 29 Jul 2021 06:54 AM (IST)

    হকিতে এখনও গোলশূন্য

    আর্জেন্তিনা বনাম ভারতের ম্যাচে  প্রথম দুটি কোয়ার্টার গোলশূন্য

Published On - Jul 29,2021 6:50 AM

Follow Us: