Solar Fan For Car: গাড়িতে AC-র খরচ বাঁচাবে 320 টাকার এই ডিভাইস, বিশ্বাস না হলে এখনই দেখুন
Car Solar Fan Price: আপনাকে এমন একটি ডিভাইস সম্পর্কে জানানো হবে, যার জন্য আপনাকে বেশি টাকাও খরচ করতে হবে না। মাত্র 350 টাকা খরচ করলেই আপনি সেই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন।
![Solar Fan For Car: গাড়িতে AC-র খরচ বাঁচাবে 320 টাকার এই ডিভাইস, বিশ্বাস না হলে এখনই দেখুন Solar Fan For Car: গাড়িতে AC-র খরচ বাঁচাবে 320 টাকার এই ডিভাইস, বিশ্বাস না হলে এখনই দেখুন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/04/car-cool.jpg?w=1280)
Car Cooling Device: যে হারে গরম পড়েছে তাতে এক মুহূর্তও পাখা ছাড়া থাকা যাচ্ছে না। আর বাড়িতে এসি থাকলেও অনেকেই বিরাট ইলেকট্রিক বিলের কথা মাথায় রেখে সবসময় চালাচ্ছেন না। সকাল 8 টার সময় রাস্তায় বেরলে মনে হচ্ছে দুপুর 12 টা বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে যারা বাইরে গাড়ি চালাচ্ছেন, তারাও পেট্রোল খরচার কথা ভেবে সব সময় এসি চালাতে পারছেন না। আবার অনেকেই সবসময়ই গাড়িতে এসি চালিয়ে রাখছেন। তবে অনেক সময় দেখা যায় প্রখর রোদেও গাড়িতে এসি চালালেও ঠিকমতো ঠান্ডা হয় না। আর তারপরে যদি বেশ কিছুক্ষণের জন্য গাড়িটিকে (Car) কোথায় পার্ক করে রাখেন, তাহলে তো আর কথাই নেই। দড়জা খোলার সঙ্গে সঙ্গেই দেখবেন গাড়ি গরম হয়ে গিয়েছে। আর ব্যস তখনই মাথায় হাত! তবে এবার আপনার এই সমস্যার সমাধান হতে চলেছে। আপনাকে এমন একটি ডিভাইস সম্পর্কে জানানো হবে, যার জন্য আপনাকে বেশি টাকাও খরচ করতে হবে না। মাত্র 350 টাকা খরচ করলেই আপনি সেই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। এমনকি অনেকক্ষণ গাড়ি পার্ক করে রাখার পরেও গাড়িটি একটুও গরম হবে না।
আসলে এই ডিভাইসটি একটি সোলার ফ্যান। গাড়ির জানালায় রাখলে গাড়ির ভিতরের তাপ বেরিয়ে যায়। শুধু তাই নয়, এই সোলার ফ্যানের সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে গাড়ি ঠান্ডা হতে শুরু করে। ফলে আপনার এসি চালানোরও প্রয়োজন হবে না। এর সবথেকে ভাল ব্যপার হল এই ডিভাইসটি সূর্যের আলোয় চার্জ হয়ে যায়। এসি চলাকালীন পেট্রল খরচ হলেও এতে সেই অসুবিধা নেই। এই সোলার ফ্যানের জন্য ব্যাটারি ও জ্বালানির কোনও প্রয়োজন নেই। ফলে বুঝতেই পারছেন এই ছোট ডিভাইসটি আপনার খরচাকে অনেক কমিয়ে দিতে চলেছে।
এখন প্রশ্ন হল এটি কোথা থেকে কিনতে পারবেন?
আপনি সহজেই এই সোলার ফ্যানটি অনলাইনে বা গাড়ির পার্টস বিক্রি করে এমন যে কোনও দোকান থেকে কিনতে পারেন। বাজারে এই ডিভাইসটির দাম 320 টাকা থেকে শুরু হয়, যা 3500 টাকা পর্যন্ত পাওয়া যায়। আপনি আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী কিনে নিতে পারেন।
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)
![চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির মালিক হয়েছেন কোন ক্রিকেটাররা? চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির মালিক হয়েছেন কোন ক্রিকেটাররা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Which-cricketer-score-most-century-in-ICC-Champions-Trophy-.jpg?w=670&ar=16:9)
![৫১% দম্পতিই বিশ্বাসঘাতক! পরকীয়ায় শীর্ষে কোন দেশ জানেন? ৫১% দম্পতিই বিশ্বাসঘাতক! পরকীয়ায় শীর্ষে কোন দেশ জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Which-country-has-highest-number-of-extramarital-affair.jpg?w=670&ar=16:9)
![প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর... প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Rabindranath-Love-Quotes.jpg?w=670&ar=16:9)
![মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে? মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Maha-Kumbh-Snan.jpg?w=670&ar=16:9)
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)