EV Battery Explodes: ফের বিপত্তি ইলেকট্রিক স্কুটারে, চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ ব্যাটারিতে
EV Battery Explodes: ইলেকট্রিক স্কুটারের দুর্যোগ দিনদিন বেড়েই চলেছে ভারতে। বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটারে সমস্যা দেখা দিয়েছে। এবারের দুর্ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়।
ফের বিপত্তি ইলেকট্রিক স্কুটারে (Electric Scooter)। এবার দু’চাকার ইলেকট্রিক যানের ব্যাটারি বিস্ফোরণ (Electric Vehicle Battery Explodes) হয়েছে। যদি এ যাত্রায় কোনও প্রাণহানি হয়নি বা কারও কোনও ক্ষতি হয়নি। জানা গিয়েছে চার্জ দেওয়ার সময় ওই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিতে বিস্ফোরণ হয়েছে। তেলেঙ্গানার করিমনগর জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে রামচন্দ্রপুর গ্রামের একটি বাড়িতে ইলেকট্রিক স্কুটার চার্জে বসিয়েছিলেন মালিক। বাড়ির বাইরেই ইলেকট্রিক স্কুটার চার্জ দিচ্ছিলেন ওই ব্যক্তি। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে বাড়ির বাইরের এলাকা। বিস্ফোরণ ঘটে ওই দু’চাকার ইলেকট্রিক যানের ব্যাটারিতে। বিস্ফোরণের তীব্রতায় ওই ইলেকট্রিক স্কুটারের বেশ কিছু অংশ একদম ঝলসে গিয়েছে। তবে কপাল ভাল যে দুর্ঘটনার সময় ইলেকট্রিক স্কুটারের আশপাশে কেউ ছিলেন না। তাই এ যাত্রায় বড় বিপদ এড়ানো গিয়েছে।
ইলেকট্রিক স্কুটারের দুর্যোগ দিনদিন বেড়েই চলেছে ভারতে। বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটারে সমস্যা দেখা দিয়েছে। কখনও কিছুটা চলার পর আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে স্কুটার। কোথাও বা আগুন ধরে যাচ্ছে ইলেকট্রিক স্কুটারে। সামনের চাকা খুলে বেরিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এর পাশাপাশি ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিতে বিস্ফোরণের বিষয়টা তো আছেই। আর এইসব দুর্ঘটনার জেরে প্রাণহানিও হয়েছে। গত মাসেই ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ইলেকট্রিক স্কুটারে বিস্ফোরণের দরুণ। তাঁর পরিবারের আরও তিন সদস্যের ভাল রকম চোট-আঘাত লেগেছে। সেক্ষেত্রেও ইলেকট্রিক স্কুটার চার্জে বসানো ছিল। সেই সময়েই ব্যাটারির বিস্ফোরণ হয়েছে। এই ঘটনাও ঘটেছিল তেলেঙ্গানার নিজামাবাদ জেলায়।
দেশজুড়ে এভাবে ইলেকট্রিক স্কুটারে অসংখ্য ত্রুটি দেখা দেওয়ায় কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির মন্ত্রক। ইতিমধ্যেই বাজার থেকে বেশ কিছু ত্রুটিপূর্ণ ইলেকট্রিক ভেহিকেল বিশেষ করে দু’চাকার যান তুলে নেওয়া হয়েছে। পুঙ্খানুপুঙ্খ ভাবে আপাতত চলছে ছানবিন। সব খতিয়ে দেখে তবেই মার্কেটে আনা হবে ইলেকট্রিক স্কুটার। তবে ইলেকট্রিক স্কুটারে এভাবে সমস্যা দেখা দেওয়ায় যারপরনাই বিরক্ত গ্রাহকরা। এক ব্যক্তি ডেলিভারি পাওয়ার ৬ দিনের মধ্যে তাঁর ইলেকট্রিক স্কুটার বন্ধ হয়ে গিয়েছিল। বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত ইলেকট্রিক স্কুটার জ্বালিয়ে দিয়েছেন ওই ব্যক্তি। এর পাশাপাশি আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এক ব্যক্তি গাধার সঙ্গে তাঁর ইলেকট্রিক স্কুটার বেঁধে সারা শহর ঘুরিয়েছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেওয়ার পালা তো চলছেই।
এর মাঝে আবার রব উঠেছিল যে ভারতে নাকি ইলেকট্রিক স্কুটার নিষিদ্ধ হয়ে যাচ্ছে। তবে এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। তবে ইলেকট্রিক স্কুটারের বিক্রি দেশে নিষিদ্ধ না হলেও, ভারতে এভাবে পরপর ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যাওয়ার ঘটনায় বা ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় মন্ত্রক। নিতিন গড়কড়ি এর আগেই জানিয়েছিলেন, এভাবে ক্রমান্বয়ে ইলেকট্রিক স্কুটারগুলিতে আগুন ধরার কারণে দুর্ঘটনা চলতে থাকলে, ইভি প্রস্তুতকারক সংস্থাগুলিকে জরিমানা করা হবে।