Battlegrounds Mobile India: এক সপ্তাহে ৬৬ হাজারেরও বেশি বিজিএমআই অ্যাকাউন্ট বাতিল করেছে ক্র্যাফটন, প্রকাশ হয়েছে প্রতারকদের নামও

BGMI Accounts Banned: ক্র্যাফটন জানিয়েছে বেআইনি কাজকর্মের বিরুদ্ধে কড়া পদেক্ষেপ নেওয়ার জন্যই অ্যাকাউন্ট নিষিদ্ধ করার পদ্ধতি নেওয়া হয়েছে।

Battlegrounds Mobile India: এক সপ্তাহে ৬৬ হাজারেরও বেশি বিজিএমআই অ্যাকাউন্ট বাতিল করেছে ক্র্যাফটন, প্রকাশ হয়েছে প্রতারকদের নামও
গেমারদের জালিয়াতি রুখতে কঠোর ক্র্যাফটন।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 7:46 PM

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) বা বিজিএমআই (BGMI) গেমের পাবলিশার ক্র্যাফটন (Krafton) এক সপ্তাহের মধ্যে জালিয়াতির অভিযোগ ৬৬ হাজারেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। ৩ এপ্রিল যে সপ্তাহের শেষ হয়েছে সেই সপ্তাহেই এক বিপুল পরিমাণ বিজিএমআই অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গেমিং কোম্পানি ক্র্যাফটন অনেকদিন ধরেই এই অ্যাকাউন্ট বাতিলের কাজ চালু করেছে। ব্যাটেল রয়্যাল গেমের নিয়ম না মানলেই নিষিদ্ধ করা হচ্ছে গেমারের অ্যাকাউন্ট। কাদের অ্যাকাউন্ট বাতিল হয়েছে নামসহ সেই তালিকাও প্রকাশ করেছে ক্র্যাফটন সংস্থা। এর আগের পর্বে ক্র্যাফটনের তরফে ৫০ হাজারের বেশি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা বিজিএমআই ব্যাটেল রয়্যাল গেমের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছিল।

সম্প্রতি একটি পোস্টের মাধ্যমে ক্র্যাফটন কর্তৃপক্ষ জানিয়েছেন যে ৬৬,২৩৩টি বিজিএমআই অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। বেআইনি কাজকর্মের অভিযোগ উঠেছে এই অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে। ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল, এই এক সপ্তাহের মধ্যে এই বিপুল সংখ্যক ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এর আগে ২১ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে ২২,০১৩টি বিজিএমআই অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল ক্র্যাফটন সংস্থা। সর্বোপরি এবার প্রতারকদের নামসহ তালিকাও প্রকাশ করেছে এই ব্যাটেল রয়্যাল গেমের পাবলিশার সংস্থা ক্র্যাফটন। মূলত কোন প্লেয়ার বা গেমার যদি আনঅফিশিয়াল চ্যানেল থেকে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম ডাউনলোড করেন অথবা বেআইনি কোনও প্রোগ্রাম ইউজারের ডিভাইসে থাকে তাহলে ওই প্লেয়ারের বিজিএমআই অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেয় ক্র্যাফটন সংস্থা।

ক্র্যাফটন জানিয়েছে বেআইনি কাজকর্মের বিরুদ্ধে কড়া পদেক্ষেপ নেওয়ার জন্যই অ্যাকাউন্ট নিষিদ্ধ করার পদ্ধতি নেওয়া হয়েছে। কারণ কিছু সংখ্যক গেমারের জালিয়াতির জন্য বাকি গেমারদের ক্ষেত্রে গেমিংয়ের পরিবেশ নষ্ট হয়। চলতি বছর ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়েরির মধ্যে প্রায় ৫০ হাজার বিজিএমআই প্লেয়ারের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল ক্র্যাফটন সংস্থা। যতবারই এই ব্যাটেল রয়্যাল গেমের গেমাররা অনৈতিক ভাবে গেম ডাউনলোড করে খেলার চেষ্টা করেন তখনই কড়া পদক্ষেপ নেয় দক্ষিণ কোরিয়ার ওই গেমিং স্টুডিয়ো। গত সপ্তাহেও তার অন্যথা হয়নি। ভারতে ব্যাপক ভাবে জনপ্রিয় হয়েছিল পাবজি মোবাইল ব্যাটেল রয়্যাল ভিডিয়ো গেম। কিন্তু চিনের নির্মিত ওই গেম রাতারাতি ভারতে নিষিদ্ধ হয়ে যায়। এরপর পাবজির আদলেই লঞ্চ হয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ভিডিয়ো গেম। গেমিং দুনিয়ায় মহারথীরা বলেছেন, নাম বদলে পাবজিই ফের ফিরেছে ভারতের বাজারে।

আরও পড়ুন- Battlegrounds Mobile India: বিজিএমআই ওপেন চ্যালেঞ্জের জন্য নতুন রস্টারের ঘোষণা করল টিম এক্সস্পার্ক

আরও পড়ুন- BGMI Classic Crate Coupon: বিজিএমআই গেমে বিনামূল্যে ক্লাসিক ক্রেট কুপন কী ভাবে পাবেন? জেনে নিন

আরও পড়ুন- BMOC Team Hydra Lineup: ৭৫ লাখ টাকা পুরস্কার জিতে নিতে তৈরি টিম হাইড্রা, ঘোষিত হল বিজিএমআই ওপেন চ্যালেঞ্জের জন্য দলের নতুন লাইনআপ