Insta-র নতুন ফিচার, সরাসরি REELS ডাউনলোডের অপশন, কীভাবে করবেন?

Insta REELS Download: নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা Instagram REELS ভিডিয়ো ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ ইনস্টা রিলস ভিডিয়ো ডাউনলোড করার জন্য আপনাকে আর কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে না। আবার দরকার হবে না স্ক্রিন রেকর্ডিং করারও। সমস্ ইনস্টা ব্যবহারকারীদের জন্যই এই ফিচারটি নিয়ে আসা হয়েছে।

Insta-র নতুন ফিচার, সরাসরি REELS ডাউনলোডের অপশন, কীভাবে করবেন?
অ্যাপ থেকেই এবার সরাসরি ইনস্টা রিলস ডাউনলোড।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 6:55 PM

Instagram তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার রোলআউট করেছে। মজার বিষয় হল, ইনস্টা ব্যবহারকারীরা এতদিন ধরে এই ফিচারের অপেক্ষাতেই ছিলেন। শুনবেন, কী সেই ফিচার? নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা Instagram REELS ভিডিয়ো ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ ইনস্টা রিলস ভিডিয়ো ডাউনলোড করার জন্য আপনাকে আর কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে না। আবার দরকার হবে না স্ক্রিন রেকর্ডিং করারও। সমস্ ইনস্টা ব্যবহারকারীদের জন্যই এই ফিচারটি নিয়ে আসা হয়েছে।

Insta REELS ডাউনলোড

ইনস্টাগ্রামের প্রধান আদাম মোসেরি ঘোষণা করেছেন, অ্যাপের অফিসিয়াল চ্যানেল থেকেই নতুন আপডেটটি পাবেন ব্যবহারকারীরা। চলতি বছরের প্রথমেই ফিচারটি সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটের জন্য রোলআউট করা হয়েছিল। এবার সেই ফিচারই বিশ্বের অন্যান্য প্রান্তেও চলে এল। লেটেস্ট ফিচারের সাহায্যে পাবলিক অ্যাকাউন্ট থেকে আপনার ক্যামেরা রোলে REELS সেভ করে রাখতে পারবেন। তবে আপনি যে ইনস্টাগ্রাম রিলই ডাউনলোড করুন না কেন, কনটেন্ট ক্রিয়েটরের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ওয়াটারমার্ক থেকে যাবে।

Insta REELS কীভাবে ডাউনলোড করবেন

নতুন আপডেটে Insta REELS ডাউনলোড করার পদ্ধতিটি খুবই সহজ। তার জন্য আপনাকে সেই রিলটি খুলতে হবে, যেটি আপনি ডাউনলোড করতে চান। সেখানে ‘শেয়ার’ আইকনে ট্যাপ করুন পেপার এয়ারপ্লেন আইকন দিয়ে। এখানেই আপনি একটি ডাউনলোড অপশনও দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই ইনস্টা রিলস ভিডিয়ো আপনার ক্যামেরা রোলে সেভ হয়ে যাবে।

এখন আপনার যদি পাবলিক অ্যাকাউন্ট থাকে, তাহলে বাই ডিফল্ট REELS ডাউনলোডের অপশনটি চলে আসবে। তবে আপনি চাইলে ভিডিয়ো ডাউনলোডিংয়ের অপশনটিকে বন্ধও করে রাখতে পারেন। তার জন্য আপনাকে প্রোফাইল থেকে সেটিংস অপশনে গিয়ে প্রাইভেসি > শেয়ারিং অ্যান্ড রিমিক্সেস > রিলস ডাউনলোড অপশনগুলিতে এক-এক করে যেতে হবে। সেখানে ডাউনলোড বাটনের টগল অফ করে রাখতে পারেন।

ফিচারটি সবে মাত্র রোলআউট করা হয়েছে। সব ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কাছে যে এখনই তা চলে আসবে এমনটা নয়। আপনার অ্যাকাউন্টে ফিচারটি আসতে এখনও কিছুটা সময় লেগে যাবে। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি REELS ডাউনলোড করার অপশনটি দেখতে না পান, তাহলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটিকে আপডেট করে নিতে পারেন।