Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp স্ট্যাটাস থেকে এবার দেদার আয়, কীভাবে পাবেন এই সূবর্ণ সুযোগ?

WhatsApp Advertisement Feature: আপনি যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করতে পছন্দ করেন, তাহলে এর মাধ্যমে আয় করতে পারবেন। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস বিজ্ঞাপন ফিচারটি (status advertisement feature) কবে আসতে চলেছে, চলুন জেনে নেওয়া যাক।

WhatsApp স্ট্যাটাস থেকে এবার দেদার আয়, কীভাবে পাবেন এই সূবর্ণ সুযোগ?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 11:26 AM

হোয়াটসঅ্যাপ সময়ে সময়ে অ্যাপটিকে উন্নত করার জন্য অনেক নতুন ফিচার নিয়ে আসে। তার মধ্যেই একটি জনপ্রিয় ফিচার হল হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস। এটি নতুন নয়। হোয়াটসঅ্যাপের শুরু থেকেই স্ট্যাটাস বার ছিল। তবে এতে অনেক পরিবর্তন আনা হয়েছে। এবার এই ফিচার থেকে আয় করার সুযোগ করে দিচ্ছে কোম্পানিটি। এর ফলে আপনি স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখতে পাবেন। আপনিও যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করতে পছন্দ করেন, তাহলে এর মাধ্যমে আয় করতে পারবেন। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস বিজ্ঞাপন ফিচারটি (status advertisement feature) কবে আসতে চলেছে, চলুন জেনে নেওয়া যাক।

এই ফিচারটি চালু করার জন্য হোয়াটসঅ্যাপের তরফে এখনও কোনও টাইমলাইন দেওয়া হয়নি। তবে ব্রাজিলে একটি সাক্ষাৎকার দেওয়ার সময়, হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান যে, শীঘ্রই হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের অপশন পাওয়া যাবে। সংস্থাটি ব্যবহারকারীদের চ্যাট ইনবক্সে বিজ্ঞাপন দেখাবে না, যেখানে এইগুলি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দেখানো হবে। কিন্তু টাকা আয় করার জন্য আপনার একটি চ্যানেল থাকতে হবে। আর সেই সব চ্যানেল সাবস্ক্রিপশনের জন্য ফি দিতে হতে পারে আপনাকে। এবার আপনার যদি চ্যানেল থাকে, তাহলে যখনই কেউ আপনার চ্যানেল সাবস্ক্রাইপ করবে, তখনই আপনি আয় করতে পারবেন।

চ্যানেলগুলিতেই বিজ্ঞাপন দেখা যাবে…

ক্যাথকার্ট জানান, চ্যানেল বা স্ট্যাটাসের মতো অন্যান্য জায়গায় বিজ্ঞাপনও থাকতে পারে। সহজ ভাষায়, চ্যানেলগুলি সাবস্ক্রিপশনের জন্য ফি নিতে পারে। তবে এখনই কোনও দেশে স্ট্যাটাস বিজ্ঞাপন পরীক্ষা করছে কি না সেই তথ্য পাওয়া যায়নি। এর আগেও এমন তথ্য প্রকাশ্যে এসেছে, হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপনের মাধ্যমে তার পরিষেবার জন্য ফি নিতে চলেছে। ইনস্টাগ্রাম ছাড়াও এখন হোয়াটসঅ্যাপও বিজ্ঞাপন চালু করবে। তবে এই ফিচার আসার একটি বিশেষ সুবিধা হল এবার আয়ের ব্যবস্থা চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপেও। এতদিন যে সুবিধা Facebook, Instagram-এ পাওয়া যেতে এবার তাই পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে।