Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi-Muhammad Yunus: ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা

India-Bangladesh: স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, অথচ সেখানে উল্লেখ নেই জাতির জনকেরই, যিনি জান-প্রাণ লড়িয়ে দিয়েছিলেন স্বাধীনতার জন্য। বাংলাদেশের স্বাধীনতা দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের একবারও উল্লেখ থাকল না বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের।

PM Modi-Muhammad Yunus: ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা 'মুক্তিযুদ্ধে'র কথা
ফাইল চিত্র।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 27, 2025 | 12:31 PM

নয়া দিল্লি: বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহম্মদ ইউনূসকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করিয়ে দিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা। চিঠিতে আর কী কী লিখলেন তিনি?

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, অথচ সেখানে উল্লেখ নেই জাতির জনকেরই, যিনি জান-প্রাণ লড়িয়ে দিয়েছিলেন স্বাধীনতার জন্য। বাংলাদেশের স্বাধীনতা দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের একবারও উল্লেখ থাকল না বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের। সে এক কথা, তবে পড়শি দেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে ভুলল না ভারত।

বাংলাদেশে ভারতের হাই কমিশনের তরফে প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি প্রকাশ করা হয়েছে। সেই চিঠিতে লেখা, “এই দিনটি আমাদের দুই দেশের ইতিহাস ও ত্যাগের দলিল। যা আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত তৈরি করেছে। বাংলাদেশের মুক্তিযুক্ত সব সময় আমাদের সম্পর্কের পথপ্রদর্শক আলো। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সম্প্রতি যেভাবে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে, তা নিয়ে উদ্বিগ্ন দুই দেশই। সেখানেই স্বাধীনতা দিবসে শান্তি ও স্থিতিশীলতার কথাই মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্য নিয়ে আমাদের অংশীদারি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

চিঠিতে প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে অব্যাহত থাকবে।”