জাগুয়ার I-Pace- এর কেবিনেও রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এখানে রয়েছে ল্যান্ডরোভারের লেটেস্ট Pivi প্রো ইনফোটেনমেন্ট সিস্টেম। ১০ ইঞ্চি টাচস্ক্রিনের এই ইনফোটেইনমেন্ট সিস্টেমে রয়েছে অ্যানড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে ৩৮০ ওয়াটের ১৬ স্পিকার। এই স্পিকারে রয়েছে 3D অডিয়ো সিস্টেম। এর সঙ্গে রয়েছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, একটি PM 2.5 air filter, প্যানোর্যামিক সানরুফ, ৮ ভাবে অ্যাডজাস্ট করা যাবে এমন semi-powered Luxtech স্পোর্ট সিট, ইন্টার্যাক্টিভ ড্রাইভার ডিসপ্লে, 3D সোলার ক্যামেরা, ড্রাইভার কন্ডিশন মনিটর, হেড-আপ ডিসপ্লে, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল--- এইসব বিলাসবহুল ফিচার।