ঝকঝকে ডিজাইন, অত্যাধুনিক ফিচার, তাক লাগাচ্ছে জাগুয়ারের ইলেকট্রিক এসইউভি I-Pace

মোট ১২টি রঙের শেডে পাওয়া যাবে জাগুয়ারের এই বিলাসবহুল এসইউভি গাড়ি।

| Updated on: Mar 23, 2021 | 1:54 PM
প্রথমবার ভারতে ইলেকট্রিক এসইউভি লঞ্চ করেছে ল্যান্ডরোভার ইন্ডিয়া। তাদের নতুন গাড়ি জাগুয়ার I-Pace ২৩ মার্চ লঞ্চ হয়েছে ভারতে। বিলাসবহুল এই এসইউভি- র দাম শুরু ১.০৫ কোটি টাকা থেকে। ১২টি কালার শেডে পাওয়া যাবে এই ইলেকট্রিক এসইউভি। তিনটি ট্রিম S, SE এবং HSE- এ পাওয়া যাবে জাগুয়ারের ইলেকট্রিক এসইউভি I-Pace। জানা গিয়েছে, I-Pace এস ট্রিমের দাম ১.০৫ কোটি টাকা। SE trim- এর দাম ১.০৮ কোটি টাকা। আর টপ রেঞ্জের HSE trim- এর দাম ১.১২ কোটি টাকা।

প্রথমবার ভারতে ইলেকট্রিক এসইউভি লঞ্চ করেছে ল্যান্ডরোভার ইন্ডিয়া। তাদের নতুন গাড়ি জাগুয়ার I-Pace ২৩ মার্চ লঞ্চ হয়েছে ভারতে। বিলাসবহুল এই এসইউভি- র দাম শুরু ১.০৫ কোটি টাকা থেকে। ১২টি কালার শেডে পাওয়া যাবে এই ইলেকট্রিক এসইউভি। তিনটি ট্রিম S, SE এবং HSE- এ পাওয়া যাবে জাগুয়ারের ইলেকট্রিক এসইউভি I-Pace। জানা গিয়েছে, I-Pace এস ট্রিমের দাম ১.০৫ কোটি টাকা। SE trim- এর দাম ১.০৮ কোটি টাকা। আর টপ রেঞ্জের HSE trim- এর দাম ১.১২ কোটি টাকা।

1 / 8
অত্যাধুনিক ফিচার রয়েছে গাড়ির বাইরের এবং ভিতরের ডিজাইনে। ঝকঝকে ডিজাইনের জন্য ইতিমধ্যেই একাধিক খেতাব জিতে নিয়েছে এই ব্রিটিশ গাড়ি নির্মাণ সংস্থা। জাগুয়ার I-Pace- ই তার ডিজাইনের জন্য ২০১৯ সালে 'ওয়ার্ল্ড কার অফ দ্য ইয়ার; খেতাব জিতেছিল। এছাড়াও 'ওয়ার্ল্ড গ্রিন কার' এবং 'ওয়ার্ল্ড কার ডিজাইন অফ দ্য ইয়ার' এই দু'টি খেতাবও পেয়েছিল জাগুয়ারের এই ইলেকট্রিক এসইউভি। জানা গিয়েছে, I-Pace- ই একমাত্র গাড়ি যেটি পরপর এই তিনটি খেতাব জিতেছে। 

অত্যাধুনিক ফিচার রয়েছে গাড়ির বাইরের এবং ভিতরের ডিজাইনে। ঝকঝকে ডিজাইনের জন্য ইতিমধ্যেই একাধিক খেতাব জিতে নিয়েছে এই ব্রিটিশ গাড়ি নির্মাণ সংস্থা। জাগুয়ার I-Pace- ই তার ডিজাইনের জন্য ২০১৯ সালে 'ওয়ার্ল্ড কার অফ দ্য ইয়ার; খেতাব জিতেছিল। এছাড়াও 'ওয়ার্ল্ড গ্রিন কার' এবং 'ওয়ার্ল্ড কার ডিজাইন অফ দ্য ইয়ার' এই দু'টি খেতাবও পেয়েছিল জাগুয়ারের এই ইলেকট্রিক এসইউভি। জানা গিয়েছে, I-Pace- ই একমাত্র গাড়ি যেটি পরপর এই তিনটি খেতাব জিতেছে। 

2 / 8
জাগুয়ার I-Pace- এর কেবিনেও রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এখানে রয়েছে ল্যান্ডরোভারের লেটেস্ট Pivi প্রো ইনফোটেনমেন্ট সিস্টেম। ১০ ইঞ্চি টাচস্ক্রিনের এই ইনফোটেইনমেন্ট সিস্টেমে রয়েছে অ্যানড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে ৩৮০ ওয়াটের ১৬ স্পিকার। এই স্পিকারে রয়েছে 3D অডিয়ো সিস্টেম। এর সঙ্গে রয়েছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, একটি PM 2.5 air filter, প্যানোর‍্যামিক সানরুফ, ৮ ভাবে অ্যাডজাস্ট করা যাবে এমন semi-powered Luxtech স্পোর্ট সিট, ইন্টার‍্যাক্টিভ ড্রাইভার ডিসপ্লে, 3D সোলার ক্যামেরা, ড্রাইভার কন্ডিশন মনিটর, হেড-আপ ডিসপ্লে, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল--- এইসব বিলাসবহুল ফিচার। 

জাগুয়ার I-Pace- এর কেবিনেও রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এখানে রয়েছে ল্যান্ডরোভারের লেটেস্ট Pivi প্রো ইনফোটেনমেন্ট সিস্টেম। ১০ ইঞ্চি টাচস্ক্রিনের এই ইনফোটেইনমেন্ট সিস্টেমে রয়েছে অ্যানড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে ৩৮০ ওয়াটের ১৬ স্পিকার। এই স্পিকারে রয়েছে 3D অডিয়ো সিস্টেম। এর সঙ্গে রয়েছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, একটি PM 2.5 air filter, প্যানোর‍্যামিক সানরুফ, ৮ ভাবে অ্যাডজাস্ট করা যাবে এমন semi-powered Luxtech স্পোর্ট সিট, ইন্টার‍্যাক্টিভ ড্রাইভার ডিসপ্লে, 3D সোলার ক্যামেরা, ড্রাইভার কন্ডিশন মনিটর, হেড-আপ ডিসপ্লে, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল--- এইসব বিলাসবহুল ফিচার। 

3 / 8
যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রেও বিশেষ নজর দিয়েছে গাড়ি নির্মাণ সংস্থা। নিরাপত্তার জন্য জাগুয়ার I-Pace- এ রয়েছে ৬টি এয়ারব্যাগ, অ্যান্টি ব্রেকিং সিস্টেম বা এবিএস, ESC, ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট, ফ্রন্ট এবং রেয়ার পার্কিং সেনসর, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা। 

যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রেও বিশেষ নজর দিয়েছে গাড়ি নির্মাণ সংস্থা। নিরাপত্তার জন্য জাগুয়ার I-Pace- এ রয়েছে ৬টি এয়ারব্যাগ, অ্যান্টি ব্রেকিং সিস্টেম বা এবিএস, ESC, ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট, ফ্রন্ট এবং রেয়ার পার্কিং সেনসর, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা। 

4 / 8
ইলেকট্রিক গাড়ি হওয়ায় জাগুয়ার I-Pace- এর ক্ষেত্রে রয়েছে ব্যাটারির ওয়ারেন্টি। ৮ বছর/১.৬০ লক্ষ কিলোমিটার। ৫ বছরের সার্ভিস প্যাকেজ। ৫ বছরের রোডসাইড অ্যাসিসট্যান্স এবং 7.4kW এসি ওয়াল বক্স চার্জার— এই সব সুবিধা দিচ্ছে জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ২০২৫ সালের মধ্যে জাগুয়ার I-Pace তাদের সমস্ত গাড়িই ইলেকট্রিক করে ফেলার কথা ঘোষণা করেছে।

ইলেকট্রিক গাড়ি হওয়ায় জাগুয়ার I-Pace- এর ক্ষেত্রে রয়েছে ব্যাটারির ওয়ারেন্টি। ৮ বছর/১.৬০ লক্ষ কিলোমিটার। ৫ বছরের সার্ভিস প্যাকেজ। ৫ বছরের রোডসাইড অ্যাসিসট্যান্স এবং 7.4kW এসি ওয়াল বক্স চার্জার— এই সব সুবিধা দিচ্ছে জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ২০২৫ সালের মধ্যে জাগুয়ার I-Pace তাদের সমস্ত গাড়িই ইলেকট্রিক করে ফেলার কথা ঘোষণা করেছে।

5 / 8
জাগুয়ার কর্তৃপক্ষের দাবি, I-Pace একবার অর্থাৎ সিঙ্গল চার্জে ৪৮০ কিলোমিটার সফর করতে পারবে। ০ থেকে ১০০ কিলোমিটার/প্রতি ঘণ্টা স্পিড তুলতে পারে মাত্র ৪.৮ সেকেন্ডে। এই গাড়িতে রয়েছে দু'টি ইলেকট্রিক মোটর। এই দু'টি মোটর 395 bhp (পাওয়ার) এবং 696 Nm (পিক টর্ক) উৎপাদন করতে পারে। এছাড়াও এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে অল হুইল ড্রাইভ বা AWD সিস্টেম।

জাগুয়ার কর্তৃপক্ষের দাবি, I-Pace একবার অর্থাৎ সিঙ্গল চার্জে ৪৮০ কিলোমিটার সফর করতে পারবে। ০ থেকে ১০০ কিলোমিটার/প্রতি ঘণ্টা স্পিড তুলতে পারে মাত্র ৪.৮ সেকেন্ডে। এই গাড়িতে রয়েছে দু'টি ইলেকট্রিক মোটর। এই দু'টি মোটর 395 bhp (পাওয়ার) এবং 696 Nm (পিক টর্ক) উৎপাদন করতে পারে। এছাড়াও এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে অল হুইল ড্রাইভ বা AWD সিস্টেম।

6 / 8
জাগুয়ারের ইলেকট্রিক এসইউভি i-Pace- এ রয়েছে একটি 90kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৪৫ মিনিট। 100kW ফাস্ট চার্জিং ইউনিটের সাহায্যে চার্জ হয় এই ব্যাটারি। এছাড়াও রয়েছে একটি ছোট 7kWh এসি ওয়াল বক্স চার্জার। এই চার্জারের সাহায্যে ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগতে পারে প্রায় ১০ ঘণ্টা। 

জাগুয়ারের ইলেকট্রিক এসইউভি i-Pace- এ রয়েছে একটি 90kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৪৫ মিনিট। 100kW ফাস্ট চার্জিং ইউনিটের সাহায্যে চার্জ হয় এই ব্যাটারি। এছাড়াও রয়েছে একটি ছোট 7kWh এসি ওয়াল বক্স চার্জার। এই চার্জারের সাহায্যে ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগতে পারে প্রায় ১০ ঘণ্টা। 

7 / 8
জাগুয়ারের এই বিলাসবহুল ইলেকট্রিক এসইউভি- র বাইরের ডিজাইনেও রয়েছে চমক। জাগুয়ারের সাবেক ডিজাইন যেমন হয়, সেইসব ফিচারও দেখা যাবে নতুন মডেলে। এই গাড়িতে রয়েছে একটি আয়তাকার সিঙ্গল পিস ফ্রন্ট গ্রিল। সেই সঙ্গে রয়েছে twin-pod এলইডি হেডল্যাম্প এবং integrated LED DRL। এছাড়াও রয়েছে স্লোপিং রুফ, র‍্যাকড উইন্ডশিল্ড, স্লিক এলইডি টেল ল্যাম্প। অ্যালয় হুইল, সানরুফ এবং আরও অনেক কিছু। গাড়ির হেডল্যাম্পে থাকবে Matrix technology।

জাগুয়ারের এই বিলাসবহুল ইলেকট্রিক এসইউভি- র বাইরের ডিজাইনেও রয়েছে চমক। জাগুয়ারের সাবেক ডিজাইন যেমন হয়, সেইসব ফিচারও দেখা যাবে নতুন মডেলে। এই গাড়িতে রয়েছে একটি আয়তাকার সিঙ্গল পিস ফ্রন্ট গ্রিল। সেই সঙ্গে রয়েছে twin-pod এলইডি হেডল্যাম্প এবং integrated LED DRL। এছাড়াও রয়েছে স্লোপিং রুফ, র‍্যাকড উইন্ডশিল্ড, স্লিক এলইডি টেল ল্যাম্প। অ্যালয় হুইল, সানরুফ এবং আরও অনেক কিছু। গাড়ির হেডল্যাম্পে থাকবে Matrix technology।

8 / 8
Follow Us: