Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Daily Data শেষ? এই 4 প্যাকে একদমই কম দামে বাড়তি ডেটা দেবে Jio

Jio Data Plan: দেশের বৃহত্তম টেলিকম অপারেটর Jio-তে অনেক ধরনের সস্তা এবং ব্যয়বহুল প্ল্যান রয়েছে। Jio ফোন এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে।

| Edited By: | Updated on: Jan 16, 2023 | 4:10 PM
Jio ভারতীয় টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করেছে। Jio আসার পর থেকেই কোম্পানিগুলি তাদের অফারগুলির সঙ্গে টেক্কা দেবার জন্য মরিয়া হয়ে উঠেছেন একের পর এক। নতুন বছরে Jio নিয়ে এসেছে এমন একটি 5g প্ল্যান, যা অনায়াসেই টেক্কা দিতে পারে বাকি কোম্পানিগুলিকে।

Jio ভারতীয় টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করেছে। Jio আসার পর থেকেই কোম্পানিগুলি তাদের অফারগুলির সঙ্গে টেক্কা দেবার জন্য মরিয়া হয়ে উঠেছেন একের পর এক। নতুন বছরে Jio নিয়ে এসেছে এমন একটি 5g প্ল্যান, যা অনায়াসেই টেক্কা দিতে পারে বাকি কোম্পানিগুলিকে।

1 / 6
দেশের বৃহত্তম টেলিকম অপারেটর Jio-তে অনেক ধরনের সস্তা এবং ব্যয়বহুল প্ল্যান রয়েছে। Jio ফোন এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। আপনি যদি ইতিমধ্যে একটি রিচার্জ প্ল্যান নিয়ে থাকেন এবং ডেটা শেষ হয়ে যায়, তাহলে আপনি আলাদা করে একটি ডেটা ভাউচার কিনতে পারেন। ডেটা ভাউচারে আপনি শুধুমাত্র ডেটা পাবেন, যার কোনও বৈধতা নেই।

দেশের বৃহত্তম টেলিকম অপারেটর Jio-তে অনেক ধরনের সস্তা এবং ব্যয়বহুল প্ল্যান রয়েছে। Jio ফোন এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। আপনি যদি ইতিমধ্যে একটি রিচার্জ প্ল্যান নিয়ে থাকেন এবং ডেটা শেষ হয়ে যায়, তাহলে আপনি আলাদা করে একটি ডেটা ভাউচার কিনতে পারেন। ডেটা ভাউচারে আপনি শুধুমাত্র ডেটা পাবেন, যার কোনও বৈধতা নেই।

2 / 6
15 টাকার Jio 4G ডেটা ভাউচার: লিস্টে প্রথম এবং সবচেয়ে সস্তা প্ল্যান হল 15 টাকা। এই প্ল্যানে 1 GB ডেটা পাওয়া যাবে এবং প্ল্যানের ভ্যালিডিটি আপনার বর্তমান প্ল্যানের মতোই। যদি আপনার প্ল্যান পাঁচ দিনরে মধ্যে শেষ হয়, তবে এই 15 টাকার প্ল্যানের ভ্যালিডিটিও পাঁচ দিনের জন্য থাকবে।

15 টাকার Jio 4G ডেটা ভাউচার: লিস্টে প্রথম এবং সবচেয়ে সস্তা প্ল্যান হল 15 টাকা। এই প্ল্যানে 1 GB ডেটা পাওয়া যাবে এবং প্ল্যানের ভ্যালিডিটি আপনার বর্তমান প্ল্যানের মতোই। যদি আপনার প্ল্যান পাঁচ দিনরে মধ্যে শেষ হয়, তবে এই 15 টাকার প্ল্যানের ভ্যালিডিটিও পাঁচ দিনের জন্য থাকবে।

3 / 6
25 টাকার Jio 4G ডেটা ভাউচার: 25 টাকার Jio ডেটা ভাউচার গ্রাহকদের সম্পূর্ণ 2 GB হাই-স্পিড 4G ডেটা প্রদান করবে। এর ভ্যালিডিটি গ্রাহকের বিদ্যমান রিচার্জ প্ল্যানের অনুরূপ।

25 টাকার Jio 4G ডেটা ভাউচার: 25 টাকার Jio ডেটা ভাউচার গ্রাহকদের সম্পূর্ণ 2 GB হাই-স্পিড 4G ডেটা প্রদান করবে। এর ভ্যালিডিটি গ্রাহকের বিদ্যমান রিচার্জ প্ল্যানের অনুরূপ।

4 / 6
61 টাকার Jio 4G ডেটা ভাউচার:Jio জিও-র এই নতুন 5g প্ল্যানটি পাওয়া যাবে মাত্র 61 টাকায়। এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে ব্যবহারকারীরা 5g সুবিধা পাবেন এবং পাবেন 6 GB হাই স্পিড ডেটা। তবে এই প্ল্যানটি শুধুমাত্র ডেটা ভাউচার হিসেবে মিলবে। এক্ষেত্রে কোনোরকম কল এবং এসএমএস এর সুবিধা পাবেন না ব্যবহারকারীরা।

61 টাকার Jio 4G ডেটা ভাউচার:Jio জিও-র এই নতুন 5g প্ল্যানটি পাওয়া যাবে মাত্র 61 টাকায়। এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে ব্যবহারকারীরা 5g সুবিধা পাবেন এবং পাবেন 6 GB হাই স্পিড ডেটা। তবে এই প্ল্যানটি শুধুমাত্র ডেটা ভাউচার হিসেবে মিলবে। এক্ষেত্রে কোনোরকম কল এবং এসএমএস এর সুবিধা পাবেন না ব্যবহারকারীরা।

5 / 6
121 টাকার Jio 4G ডেটা ভাউচার: 121 টাকার jio 4G ডেটা ভাউচারে মোট 12 GB হাই-স্পিড ডেটা পাবেন। এটি জিও-র সর্বোচ্চ মূল্যের 4G ডেটা প্ল্যান।

121 টাকার Jio 4G ডেটা ভাউচার: 121 টাকার jio 4G ডেটা ভাউচারে মোট 12 GB হাই-স্পিড ডেটা পাবেন। এটি জিও-র সর্বোচ্চ মূল্যের 4G ডেটা প্ল্যান।

6 / 6
Follow Us: