Itel Super Guru: বিনা ইন্টারনেটে UPI! 2500 টাকার কমে Itel-এর ফিচার ফোনই এখন ‘সুপার গুরু’

Itel Mobile: সাধারণত ফিচার ফোনের মাধ্যমে অনলাইন পেমেন্ট করা যায় না। কিন্তু এই Itel Super Guru ফোন থেকে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন। কারণ, এতে রয়েছে UPI 123Pay-র মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেই জায়গায় ফোনের দাম কত জানেন?

Itel Super Guru: বিনা ইন্টারনেটে UPI! 2500 টাকার কমে Itel-এর ফিচার ফোনই এখন 'সুপার গুরু'
ইন্টারনেট ছাড়াই UPI করা যাবে এই ফোন থেকে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 4:41 PM

Feature Phone With Online Payment: দেশি মোবাইল প্রস্তুতকারক সংস্থা Itel খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেছে। তবে, স্মার্টফোনের তুলনায় ব্র্যান্ডটির ফিচার ফোনের চাহিদা অনেকটাই বেশি। সেগুলির দাম যেমন কম, তেমনই আবার একাধিক পাওয়ার প্যাকড্ কিছু ফিচারও রয়েছে ফোনগুলিতে। সেই Itel ফের একটি চমৎকার ফিচার ফোন নিয়ে হাজির হল, যার নাম Itel Super Guru। সস্তার এই ফোন টেকসই, ফিচার ফোনের বাজারে বিপ্লব ঘটাতে প্রস্তুত।

Itel Super Guru: তাক লাগানো ফিচার্স

সাধারণত ফিচার ফোনের মাধ্যমে অনলাইন পেমেন্ট করা যায় না। কিন্তু এই Itel Super Guru ফোন থেকে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন। কারণ, এতে রয়েছে UPI 123Pay-র মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেই জায়গায় ফোনের দাম কত জানেন? 2,500 টাকারও কম দামে এই ফোন আপনি ক্রয় করতে পারবেন। রিয়ার ক্যামেরা, টর্চ লাইট, স্পিকার এবং T9 কিপ্যাডের মতো একাধিক জরুরি ফিচার রয়েছেআইটেল সুপার গুরু ফোনে।

ফিচার ফোনে অনলাইন পেমেন্ট

UPI 123Pay তৈরি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI। এটি একটি ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম, যা মূলত ফিচার ফোনের জন্যই তৈরি করা হয়েছে। কোনও রকমের ইন্টারনেটের উপস্থিতি ছাড়াই এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি অনলাইনে টাকা পাঠাতে পারবেন। মূলত চারটি পদ্ধতিতে ব্যবহারকারীরা UPI 123PAY ফিচারের সাহায্যে টাকা পাঠাতে পারবেন। তার মধ্যে রয়েছে IVR (ইন্টার‌্যাক্টিভ ভয়েস রেসপন্স) নম্বর, ফিচার ফোন অ্যাপ, মিসড-কল বেসড্ ইন্টারফেস এবং সাউন্ড বেসড্ পেমেন্ট সিস্টেম।

এদের মধ্যে সবথেকে জরুরি হল মিসড-কল বেসড্ ইন্টারফেস এবং সাউন্ড বেসড্ পেমেন্ট সিস্টেম। প্রথমটির সাহায্য নিয়ে আপনি একটা মিসড কল দিয়েই টাকা পাঠাতে পারবেন। আবার সাউন্ড বেসড্ পেমেন্ট সিস্টেমের সাহায্যে কথা বলে টাকা পাঠাতে পারবেন। এখন বুঝতেই পারছেন, এই ফিচার ফোন কত দিক থেকে গুরুত্বপূর্ণ।

Nokia-র সঙ্গে জোরদার টক্কর

কয়েক দিন আগেই Nokia 106 ফিচার ফোনটিও লঞ্চ করেছে, যাতে UPI 123Pay রয়েছে। সেই ফোনের দাম 2,199 টাকা। এখন Itel এই নতুন মডেলটি নিয়ে আসার ফলে দুই সংস্থার ফিচার ফোনের মধ্যে জোরদার টক্কর হবে বলেই মনে করা হচ্ছে।