Airtel 5G সাপোর্ট পেয়ে গেল Oppo ও OnePlus এর এই একগুচ্ছ স্মার্টফোন, সম্পূর্ণ তালিকা দেখে নিন

Oppo And OnePlus: ভারতী এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই সেই Oppo এবং OnePlus ফোনগুলির তালিকা প্রকাশ করা হয়েছে, যেগুলি শীঘ্রই 5G সাপোর্ট পেতে চলেছে। কোন কোন OnePlus ও Oppo স্মার্টফোন, Airtel 5G Update পাবে, দেখে নিন।

Airtel 5G সাপোর্ট পেয়ে গেল Oppo ও OnePlus এর এই একগুচ্ছ স্মার্টফোন, সম্পূর্ণ তালিকা দেখে নিন
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2022 | 2:30 PM

Airtel 5G Support: ধীরে ধীরে 5G পরিষেবা রোলআউট করছে এয়ারটেল। ইতিমধ্যেই দেশের আটটি শহরে এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। সেই আট শহরের বাসিন্দারা ইতিমধ্যেই হাই-স্পিড Airtel 5G ব্যবহার করতে পারছেন। টেলিকম অপারেটরটি OEMগুলির সঙ্গে জোরদার কাজ করছে, যাতে সমস্ত 5G সক্রিয় ফোনে 5G অ্যাক্সেস দেওয়া যায়। সংবাদমাধ্যম টেলিকম টকের একটি রিপোর্ট অনুযায়ী, এয়ারটেল এই মুহূর্তে OnePlus এবং Oppo এই দুই সংস্থার ফোনগুলিতে 5G আপডেট দেওয়ার জন্য কাজ করছে।

ভারতী এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই সেই Oppo এবং OnePlus ফোনগুলির তালিকা প্রকাশ করা হয়েছে, যেগুলি শীঘ্রই 5G সাপোর্ট পেতে চলেছে। সেই তালিকায় রয়েছে লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন OnePlus 10 Pro এবং ওয়ানপ্লাসের সাম্প্রতিকতম সমস্ত 5G ফোন। দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বেনারসের মানুষজন, যাঁদের কাছে Oppo এবং OnePlus স্মার্টফোন রয়েছে, তাঁদের ফোন 5G সাপোর্ট করলেই তাঁরা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

Airtel 5G সাপোর্ট করবে এই সব Oppo স্মার্টফোন

Oppo F19 Pro Plus

Oppo Reno 5G Pro

Oppo Reno 6

Oppo Reno 6 Pro

Oppo A53s

Oppo A74

Oppo Reno 7 Pro 5G

Oppo F21 Pro 5G

Oppo Reno 7

Oppo Reno 8

Oppo Reno 8 Pro

Oppo K10 5G

Oppo F21s Pro 5G

Airtel 5G সাপোর্ট করবে এই সব OnePlus স্মার্টফোন

OnePlus 9 Pro

OnePlus Nord CE

OnePlus Nord

OnePlus 9

OnePlus Nord CE Lite 2

OnePlus 10R

OnePlus Nord CE 2

OnePlus 10 Pro 5G

OnePlus Nord 2T

OnePlus 10T

OnePlus 9RT

OnePlus 8

OnePlus 8T

OnePlus 8 Pro

OnePlus Nord 2

OnePlus 9R

OnePlus ও Oppo ফোনগুলিতে কীভাবে 5G আপডেট করবেন

OnePlus ও Oppo ফোনগুলিতে Airtel 5G আপডেট করতে আপনাকে ফোনের সেটিংস থেকে কানেকশনস বা মোবাইল নেটওয়ার্কে গিয়ে 5G নেটওয়ার্ক মোড সিলেক্ট করতে হবে।