Tecno Phantom V Fold লঞ্চ হয়ে গেল, সবথেকে সস্তার ফোল্ডেবল ফোন, Amazon-এ 11,111 টাকা ছাড়
Tecno Phantom V Fold ফুল-স্ক্রিন ফোল্ডিং ফোনের দাম দেশের বাজারে 88,888 টাকা। যদিও আপনি এখন এই ফোনটি Amazon-এর আর্লি বার্ড অফারে 77,777 টাকায় পেয়ে যাবেন।
Tecno তার প্রথম ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করল ভারতে। দেশে এখনও পর্যন্ত এটি সবথেকে সস্তার ফোল্ডেবল ফোন, নাম Tecno Phantom V Fold। ফুল-স্ক্রিন ফোল্ডিং ফোনের দাম দেশের বাজারে 88,888 টাকা। যদিও আপনি এখন এই ফোনটি Amazon-এর আর্লি বার্ড অফারে 77,777 টাকায় পেয়ে যাবেন। অর্থাৎ আপনার জন্য ইন্ট্রোডাক্টারি অফারে সরাসরি 11,111 টাকার ছাড় থাকছে।
অন্যান্য ফোল্ডিং ফোনের মতোই এই Phantom V Fold ফোনটি তার সামগ্রিক ফর্ম ফ্যাক্টর এক রেখেছে। প্রাইমারি 7.85 ইঞ্চির ফোল্ডিং ডিসপ্লে থাকছে, যা 2K+ রেজ়োলিউশন সাপর্ট করবে এবং তার রিফ্রেশ রেট 120Hz। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে LTPO টেকনোলজি, যার রিফ্রেশ রেট 10Hz থেকে 120Hz-এর মধ্যে পরিবর্তনশীল। সেকেন্ডারি একটি 6.45 ইঞ্চির কার্ভড কভার ডিসপ্লে দেওয়া হচ্ছে ফোনটির বাইরে, যা FHD+ রেজ়োলিউশন এবং 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারবে।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে এই ফোনটি। তার ব্যাক প্যানেল 100% পুনর্নবীকরণযোগ্য ফাইবার দ্বারা নির্মিত। এই ফাইবারটি আবার তৈরি হয়েছে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি 50MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে একটি 50MP টেলিফটো লেন্স এবং আর একটি 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। দুটি সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে। ইনসাইড স্ক্রিনে রয়েছে একটি 32MP সেলফি ক্যাম এবং কভার ডিসপ্লেতে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। ডুয়াল সিম কার্ড স্লট দেওয়া হয়েছে ফোনটিতে, যা 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। পাশাপাশি Wi-Fi 6-ও সাপোর্ট করছে ফোনটি। সফটওয়্যার হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Android 13 ভিত্তিক HiOS। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 2000টিরও বেশি অ্যাপ অপ্টিমাইজ় করা হয়েছে এবং 1000টিরও বেশি অ্যাপ অ্যাডাপ্টেড স্প্লিট-স্ক্রিন মোড সাপোর্ট করবে।
বেশ বড় এবং শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে এই ফোনটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না। তবে প্রি-বুকিং অফার হিসেবে এই ফোনের সঙ্গে দেওয়া হচ্ছে একটি ট্রলি ব্যাগ, যার দাম 5,000 টাকা। পাশাপাশি ফোনটির সঙ্গে একটি প্রোটেকশন প্ল্যান দেওয়া হচ্ছে, যা আলাদা করে কিনতে কাস্টমারদের 8,888 টাকা খরচ করতে হয়। এছাড়াও, HDB ফাইন্যন্সিয়াল সার্ভিস ব্যবহার করে 5,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।