Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio FREE Data: 87GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে, 12 মার্চ পর্যন্ত Reliance Jio-র দুর্ধর্ষ অফার

Jio 87GB Free Internet Offer: 10 ফেব্রুয়ারির পর থেকে এই প্ল্যানগুলি রিচার্জ করলেই ফ্রি ডেটার অফার পাওয়া যাবে। 72 ঘণ্টার মধ্যেই গ্রাহকের MyJio অ্যাপে সব সুবিধা মিলবে। আর সেই ডেটার অফার বৈধ থাকবে 30 দিন পর্যন্ত।

Jio FREE Data: 87GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে, 12 মার্চ পর্যন্ত Reliance Jio-র দুর্ধর্ষ অফার
দুর্দান্ত অফার নিয়ে হাজির রিলায়েন্স জিও।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 7:38 PM

Jio Latest Offer: ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আকর্ষণীয় অফার দিচ্ছে Reliance Jio। আর সেই অফার সত্যিই আকর্ষণীয়। মোট 87GB ডেটা মিলবে Jio-র সেই ভ্যালেন্টাইন অফারে। আপনি যদি এখনই সেই অফার পেতে চান, তাহলে শীঘ্রই MyJio অ্যাপ বা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট চলে যান। তবে শুধুই ডেটার অফার নয়। সেই সঙ্গেই আবার Ixigo থেকে 4,500 টাকা বা তার বেশি মূল্যে ফ্লাইট বুকিং করলে 750 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। পাশাপাশি ম্যাকডনাল্ডস থেকে 199 টাকা বা তার বেশি অর্ডার কপলে 105 টাকার চিকেন কবাব ম্যাকআলু টিক্কি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

তবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে Jio-র এই অফার আপনি সমস্ত প্ল্যানে পাবেন না। নির্দিষ্ট কয়েকটি রিচার্জ প্ল্যানেই এই অফারগুলি আপনাকে দেওয়া হবে। সেই প্ল্যানগুলি সম্পর্কেই বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Jio 249 টাকার প্রিপেড প্ল্যান

এই Jio প্রিপেড প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2GB করে ডেটা অফার করা হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি 23 দিন। আনলিমিটেড কলিংয়ের পাশাপাশিই এই প্ল্যানে Jio ব্যবহারকারীরা পেয়ে যাবেন প্রতিদিন 100টা করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোর সুযোগ।

Jio 349 টাকার প্রিপেড প্ল্যান

349 টাকার Jio প্ল্যানে গ্রাহকরা দৈনিক ভিত্তিতে 2.5GB করে ডেটা পেয়ে যাবেন। প্ল্যানটির বৈধতা 30 দিন অথবা এক মাস। অন্যান্য প্ল্যানের মতোই এই প্ল্যানটিতেও আনলিমিটেড কলিং, মেসেজিং এবং প্রতিটি Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন কাস্টমাররা।

Jio 899 টাকার প্রিপেড প্ল্যান

1,000 টাকার কমে Reliance Jio-র আর একটি প্ল্যান রয়েছে, যা রিচার্জ করতে কাস্টমারদের 899 টাকা খরচ করতে হয়। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 2.5GB করে ডেটা পাঠাতে পারবেন। প্ল্যানটির ভ্যালিডিটি 90 দিন বা প্রায় 3 মাস। এই প্ল্যানেও রয়েছে আনলিমিটেড কলিং এবং মেসেজিংয়ের সুবিধা। পাশাপাশি সমস্ত Jio Apps-ও ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

Jio 2,999 টাকার প্রিপেড প্ল্যান

এই Jio প্ল্যানে প্রতিদিন কাস্টমারদের 2.5GB ডেটা অফার করা হয়। প্ল্যানটির ভ্যালিডিটি 388 দিন, যা প্রায় এক বছরেরও বেশি। তবে এই 2,999 টাকার Jio প্ল্যানের আর একটি চমৎকার অফার হল 87GB অতিরিক্ত ডেটা ব্যবহারের সুবিধা। আগের অন্যান্য প্ল্যানের মতো এটিতেও আনলিমিটেড কলিং, মেসেজিং এবং সমস্ত Jio Apps ফ্রি-তে ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা।

মনে রাখতে হবে: কেবল 2,999 টাকার প্ল্যানটি রিচার্জ করলেই আপনি 87GB ডেটা পাবেন। অন্যান্য প্ল্যানগুলিতে আপনাকে ফ্রি-তে 12GB ডেটা অফার করা হবে। 10 ফেব্রুয়ারির পর থেকে এই প্ল্যানগুলি রিচার্জ করলেই ফ্রি ডেটার অফার পাওয়া যাবে। 72 ঘণ্টার মধ্যেই গ্রাহকের MyJio অ্যাপে সব সুবিধা মিলবে। আর সেই ডেটার অফার বৈধ থাকবে 30 দিন পর্যন্ত। সেই দিক থেকে দেখতে গেলে এই অফার আপনি ব্যবহার করতে পারবেন 12 মার্চ পর্যন্ত।