WhatsApp Vaccine Slot Booking: এবার হোয়াটসঅ্যাপে করোনার টিকার স্লট বুক করুন মাত্র কয়েক মিনিটে
স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাদাভিয়া এক বিবৃতিতে বলেছেন, “নাগরিক সুবিধার একটি নতুন যুগের পথ প্রশস্ত করা হল। এখন, কয়েক মিনিটের মধ্যে আপনার ফোনে সহজেই করোনার ভ্যাকসিন স্লট বুক করতে পারবেন।”
হোয়াটসঅ্যাপ এখন আপনাকে আপনার নিকটতম টিকা কেন্দ্র শনাক্ত করতে সাহায্য করবে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি একটি ভ্যাকসিন স্লট বুক করতেও পারবেন। সারা দেশের হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য এটা সুখবর। এখন 9013151515 নম্বরে হোয়াটসঅ্যাপে ‘বুক স্লট’ (Book Slot) টাইপ করে পাঠিয়ে দিলেই হবে। সরকারের MyGov করোনা হেল্পডেস্কের চ্যাটবট টিকার স্লটের সম্বন্ধে আপনাকে বিস্তারিত ধারণা দিয়ে দেবে।
হোয়াটসঅ্যাপে এই চ্যাটবটটি কোভিডের সংক্রমণ সংক্রান্ত প্রশ্নের উত্তর এবং করোনাভাইরাস প্যান্ডেমিক সম্পর্কে ভুল তথ্য রোধে সাহায্য করার জন্য ২০২০ সালের মার্চে চালু করা হয়েছিল। ইউজাররা ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করতে একই চ্যাটবট ব্যবহার করতে পারেন। এখনও পর্যন্ত, ইউজাররা CoWin ওয়েবসাইটের মাধ্যমে টিকার স্লট বুক করতে সক্ষম হয়েছিলেন। এবার আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপে মিনিট খানেকের মধ্যেই আপনার টিকা নেওয়ার স্লট বুক করে নিতে পারবেন।
আপনি কীভাবে হোয়াটসঅ্যাপে টিকা স্লট বুক করতে পারেন তা এখানে নীচে বলা রইল:
কীভাবে হোয়াটসঅ্যাপে টিকার স্লট বুক করবেন?
প্রথম ধাপ: ইউজারদের তাঁদের ফোনে 9013151515 হোয়াটসঅ্যাপ নম্বরটি সেভ করতে হবে।
দ্বিতীয় ধাপ: “বুক স্লট” (Book Slot) টাইপ করুন এবং হোয়াটসঅ্যাপে ঐ নম্বরে পাঠান। এবার সংশ্লিষ্ট মোবাইল ফোন নম্বরে একটা ৬ সংখ্যার ওয়ান-টাইম পাসওয়ার্ড আসবে। তারপরে আপনাকে চ্যাটে সেই ওটিপি পাঠাতে হবে।
তৃতীয় ধাপ: একবার আপনি আপনার ওটিপি পাঠানো হয়ে গেলে চ্যাট বটটি সেই ব্যক্তিদের নাম প্রদর্শন করবে যাঁদের নম্বর CoWin এর ওয়েবসাইটে নিবদ্ধ করা আছে।
চতুর্থ ধাপ: এখন আপনাকে সেই ইউজারের ক্রমিক নম্বর টাইপ করতে হবে যাঁর জন্য আপনি টিকার স্লট বুক করতে চান। এরপর বট ঐ নির্দিষ্ট ব্যক্তির প্রথম ডোজের বিশদ বিবরণ পাঠাবে।
পঞ্চম ধাপ: এখন “Search by Pincode” অপশনে ট্যাপ করুন। বট তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি টিকা দেওয়ার জন্য টাকা দিতে চান নাকি বিনামূল্যে টিকা নিতে চান।
ষষ্ঠ ধাপ: আপনাকে এরপর আপনার এলাকার পিন কোড লিখতে হবে। ইউজাররা পিনকোড এবং ভ্যাকসিনের প্রকারের উপর ভিত্তি করে একটি পছন্দসই তারিখ এবং অবস্থান বেছে নিতে পারবেন।
সিইও উইল ক্যাথকার্ট টুইট করেছেন, “হোয়াটসঅ্যাপ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (MoHFW) সঙ্গে যুক্ত হয়ে এই ব্যবস্থা শুরু করেছে। যাতে এই বহুল ব্যবহৃত প্ল্যাটফর্মের মাধ্যমে ইউজারদের ভ্যাকসিনেশন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে সুবিধা হয়।”
ইউজাররা এখন হোয়াটসঅ্যাপে MyGov করোনা হেল্পডেস্ক বটে ‘বুক স্লট’ পাঠিয়ে টিকা স্লট বুক করতে পারবেন। তাঁদের শুধুমাত্র ওটিপি যাচাই করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে উপরে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাদাভিয়া এক বিবৃতিতে বলেছেন, “নাগরিক সুবিধার একটি নতুন যুগের পথ প্রশস্ত করা হল। এখন, কয়েক মিনিটের মধ্যে আপনার ফোনে সহজেই করোনার ভ্যাকসিন স্লট বুক করতে পারবেন।”
আরও পড়ুন: রোভারের পাঠানো এই প্যানোরোমা ছবিটি দেখুন আর লাল গ্রহের রূপ দেখে বিস্মিত হয়ে যান