Hybrid Solar Eclipse 2023: 20 এপ্রিল হাইব্রিড সূর্যগ্রহণ, কোথায় আর কখন দেখবেন এই বিরল দৃশ্য?
Hybrid Solar Eclipse Date: আগামী 20 এপ্রিল এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। আর এটি শোনার সঙ্গে সঙ্গে প্রথমেই আপনার মাথায় আসছে, ভারতে দেখা যাবে কি না। আর দেখা গেলেও আপনি কখন ও কীভাবে দেখবেন?
Rare Solar Eclipse 2023: চন্দ্র-সূর্যকে কেন্দ্র করে ঘটা যে কোনও ঘটনাই মানুষের কাছে বেশ আগ্রহের। আর এই নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse) হতে চলেছে কয়েক ঘণ্টা পরেই। আগামী 20 এপ্রিল এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। আর এটি শোনার সঙ্গে সঙ্গে প্রথমেই আপনার মাথায় আসছে, ভারতে দেখা যাবে কি না। আর দেখা গেলেও আপনি কখন ও কীভাবে দেখবেন? আপনার সব প্রশ্নের উত্তর মিলবে এখানে। দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ভারত মহাসাগর এবং আন্টার্কটিকা সহ অনেক দেশেই সূর্যগ্রহণ সম্পূর্ণরূপে দেখা যাবে। এছাড়াও নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাকার্তা, ফিলিপাইন্স এবং দক্ষিণ জাপানের কিছু অংশেও সূর্যগ্রহণ দেখা যাবে। বিজ্ঞানীরা একে হাইব্রিড সূর্যগ্রহণ (Hybrid Solar Eclipse) নাম দিয়েছেন। এ ধরনের গ্রহণ 100 বছরে একবারই হয়। হাইব্রিড সূর্যগ্রহণ হল আংশিক ও বৃত্তাকার সূর্যগ্রহণের মিশ্রণ। চলুন জেনে নেওয়া যাক, হাইব্রিড সূর্যগ্রহণ কী এবং এর প্রভাব কী হবে?
হাইব্রিড সূর্যগ্রহণ কী?
হাইব্রিড সূর্যগ্রহণ 100 বছরে একবারই দেখা যায়। এই সূর্যগ্রহণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেশিও থাকে না আবার কমও থাকে না। এই বিরল গ্রহণের সময়, সূর্য কয়েক সেকেন্ডের জন্য একটি বলয়ের মতো আকৃতি তৈরি করে, যাকে আগুনের বলয় বলা হয়। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পূর্ণভাবে একই সরলরেখায় আসে তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বা হাইব্রিড সূর্যগ্রহণ হয়। সেক্ষেত্রে চাঁদ পুরোপুরি সূর্যের আলোকে ঢেকে দেয়।
কখন দেখা যাবে?
বছরের প্রথম সূর্যগ্রহণ 20 এপ্রিল সকাল 7টা বেজে 4 মিনিটে শুরু হবে এবং বেলা 12টা বেজে 29 মিনিটে শেষ হবে। অন্যদিকে, এই সূর্যগ্রহণের আগে সূর্যের রাশিচক্রের পরিবর্তন হবে। তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। সে কারণে এই গ্রহণের সময়কে ভারতের সময় হিসেবে বিবেচনা করা হয়নি। তবে কম্বোডিয়া, চিন, আমেরিকা, মাইক্রোনেশিয়া, মালয়েশিয়া, ফিজি, জাপান, সামোয়া, সলোমন, বেরুনী, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতে দেখা না গেলেও বিজ্ঞানীদের মতে এই সূর্যগ্রহণের প্রভাব ভারতে বেশ ভালভাবেই লক্ষ্য করা যাবে।