Luna-25 Mission: চাঁদে পাড়ি দিল রাশিয়ার ‘লুনা-25’, লাগবে মাত্র 12 দিন; ভারতের চন্দ্রযান-3 কি প্রথমে ল্যান্ড করবে?

Russia's Luna-Glob Mission: লুনা-25 ল্যান্ডার মিশনটি 11 আগস্ট ভোর 4:40 টার দিকে আমুর ওব্লাস্টের ভোস্টনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়েছে। Soyuz 2.1b (Soyuz 2.1b) রকেট দিয়ে লঞ্চ করা হয়েছে। একে লুনা-গ্লোব মিশন (Luna-Glob mission) নাম দেওয়া হয়েছে।

Luna-25 Mission: চাঁদে পাড়ি দিল রাশিয়ার 'লুনা-25', লাগবে মাত্র 12 দিন; ভারতের চন্দ্রযান-3 কি প্রথমে ল্যান্ড করবে?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 2:51 PM

চন্দ্র অভিযান নিয়ে পিছিয়ে নেই কোনও দেশই। চাঁদে এখনও পর্যন্ত মোট 110টি মিশন হয়েছে, যার মধ্যে 42টি ব্যর্থ হয়েছে। চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য 38টি প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু মাত্র 52 শতাংশ প্রচেষ্টা সফল হয়েছে। ভারতের আগে 6টি দেশ বা সংস্থা চাঁদে তাদের যান পাঠিয়েছে। কিন্তু বেশিরভাগই সফলতা পায়নি। এর মধ্যে রয়েছে আমেরিকা, চিন, ভারত, জাপান, ইসরায়েল, রাশিয়ার মতো দেশ। রাশিয়া প্রায় 47 বছর পর চাঁদে তাদের চন্দ্র অভিযান পাঠাল। লুনা-25 ল্যান্ডার মিশনটি 11 আগস্ট ভোর 4:40 টার দিকে আমুর ওব্লাস্টের ভোস্টনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়েছে। Soyuz 2.1b (Soyuz 2.1b) রকেট দিয়ে লঞ্চ করা হয়েছে। একে লুনা-গ্লোব মিশন (Luna-Glob mission) নাম দেওয়া হয়েছে।

লুনা-25 রকেটটি কেমন দেখতে?

এই রকেটটি প্রায় 46.3 মিটার লম্বা। এর ব্যাস 10.3 মিটার। এর ওজন 313 টন। চার ধাপে রকেটটিকে তৈরি করা হয়েছে। লুনা-25 ল্যান্ডারটিকে পৃথিবীর বাইরে একটি কক্ষপথে উৎক্ষেপণ করেছে। এরপর এই মহাকাশযানটি চাঁদের কক্ষপথে পৌঁছাবে। চাঁদের কক্ষপথে মাত্র 5 দিন থাকবে। এর পরে, এটি 7-10 দিন চাঁদের চারপাশে ঘুরবে।

কবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে?

লুনা-25 রকেটটি 21 বা 22 অগাস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। এর ল্যান্ডারটি চন্দ্রপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার উপরে পৌঁছানোর পর অবতরণের প্রক্রিয়া শুরু করবে। 700 মিটার উচ্চতা থেকেই গতি হয়ে যাবে ধীর। 20 মিটার উচ্চতায় এসে, ইঞ্জিনটি ধীর গতিতে চলবে, যাতে এটি সঠিকভাবে অবতরণ করতে পারে। 3 কিমি উচ্চতা থেকে ধীরে ধীরে ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে শুরু করবে।

লুনা-25 চাঁদের পৃষ্ঠে কী করবে?

Luna-25 সারা বছর চন্দ্র পৃষ্ঠে কাজ করবে। এর ওজন 1.8 টন। এতে 31 কেজি বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে। এতে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়েছে, যা চাঁদের পৃষ্ঠে 6 ইঞ্চি খুড়ে পাথর ও মাটির নমুনা সংগ্রহ করবে। এই রকেট পাঠানোর মূল উদ্দ্যেশ্য চাঁদে জল আবিষ্কার করা, যাতে ভবিষ্যতে মানুষ চাঁদে ঘাঁটি তৈরি করলে সেখানে জলের ব্যবস্থা করা যায়।

চাঁদের ঠিক কোথায় গিয়ে নামবে রকেটটি?

লুনা-25 চাঁদের দক্ষিণ মেরুর কাছে বোগুস্লাভস্কি ক্র্যাটারের কাছে অবতরণ করবে। অবতরণের জন্য এটির পরিসীমা ধরা হয়েছে 30 x 15 কিমি।