Viral Video: রাস্তায় প্রবল যানজট, শেষমেষ মেট্রো চড়ে ছাদনাতলায় পৌঁছালেন বিয়ের কনে, তারপর যা হল…

Bengaluru Bride Viral Video: বেঙ্গালুরুতে ট্র্যাফিক জ্যামে আটকে থাকা এক কনে তার গাড়ি ছেড়ে মেট্রোতে উঠলেন। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্য়েই ভাইরাল।

Viral Video: রাস্তায় প্রবল যানজট, শেষমেষ মেট্রো চড়ে ছাদনাতলায় পৌঁছালেন বিয়ের কনে, তারপর যা হল...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2023 | 10:40 AM

Latest Viral Video: প্রতিটি শহরেরই কোনও না কোনও পরিচয় আছে এবং বেঙ্গালুরুর (Bengaluru) পরিচয় হল ট্রাফিক জ্যাম। এই শহরে যিনি থাকেন তিনি অবশ্য়ই এখানকার ট্রাফিক সমস্যা সম্পর্কে অবগত থাকবেন। কখনও কখনও তো মজার ছলে এমন বলা হয় যে, ওখানের যানজট (Traffic Jam) এতটাই থাকে যে তাতে আটকে পড়া কর্মচারীরাও লগইন করে কাজ শুরু করেন রাস্তাতেই। মাঝে মাঝে লাঞ্চ টাইমে অফিসে পৌঁছতে হয়! আর এই যানজট এড়ানোর একটাই ওষুধ রয়েছে তা হল মেট্রো। তেমনই এক বিয়ের কনে তাঁর বিয়েতে সময়মতো পৌঁছতে মেট্রোকেই বেছে নিল। অর্থাৎ কনের (Bride) গ্র্যান্ড এন্ট্রির অনেক ভিডিয়ো আপনি নিশ্চয়ই দেখেছেন। কখনও সাইকেল, কখনও ট্রাক্টরে চড়ে এন্ট্রি করা থেকে শুরু করে ঘোড়ায় চড়ে এন্ট্রি করা পর্যন্ত। আপনি কি কখনও শুনেছেন যে কোনও কনে তার বিয়েতে পৌঁছানোর জন্য মেট্রো (Metro) ধরেছে? তবে এমনই কিছু ঘটেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে ট্র্যাফিক জ্যামে আটকে থাকা এক কনে তার গাড়ি ছেড়ে মেট্রোতে উঠলেন। যা সোশ্যাল মিডিয়ায় (Social Media) ইতিমধ্য়েই ভাইরাল (Viral)।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, কনে এবং তাঁর কয়েক জন সঙ্গী মেট্রোয় উঠেছেন। একেবারে পরিপাটী সাজে সেজে যানজট এড়াতে মেট্রো ধরেছেন। কনের মেট্রোতে যাওয়ার ভিডিয়ো টুইটারে ফরএভার বেঙ্গালুরু নামে এক টুইটার অ্য়াকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “স্টার! ভারী যানজটে আটকে থাকা, স্মার্ট বেঙ্গালুরু কনে তাঁর গাড়ি বাদ দিয়ে বিয়ের হলে পৌঁছানোর জন্য মেট্রো ধরেছেন! এখনও পর্যন্ত ভিডিয়োটি 11 হাজারেরও বেশি ভিউ হয়েছে। 200-র বেশি মানুষ লাইক করেছেন। খবরে বলা হয়েছে, কনে এবং তার পরিবার ইতিমধ্যে একটি গাড়িতে তাদের যাত্রা শুরু করেছিল। তবে জ্যামে আটকে গিয়েছিল। অন্য কোনও উপায় না থাকায়, তাঁরা পৌঁছানোর জন্য মেট্রো বেছে নিয়েছিলেন।

ভিডিয়োটিতে অনেকে অনেক কমেন্ট করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এটি বেঙ্গালুরুতে যানজট এড়িয়ে যাওয়ার একমাত্র উপায়।” তবে আবার অনেকেই গোটা বিষয়টিকে ভাইরাল হওয়ার কৌশল হিসাবে দেখেছেন। কেউ কেউ বলেছেন, “শুধু বেঙ্গালুরু নয়, ভারতের যে কোনও শহরের রাস্তায় যানজট থাকে। সে কথা মাথায় রেখেই হাতে সময় নিয়েই বাড়ি থেকে বেরোনো উচিত।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “মেট্রো না থাকলে কী হত?”