Viral Video: ২ সেকেন্ডের ভিডিয়োয় ভিউ ৩.২ মিলিয়ন! কী রয়েছে এতে?

Viral: এমন কিছু ভিডিয়ো আছে যা মনকে ছুঁয়ে যায়। তাছাড়া পশুদের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় অনেকের মন কেড়ে নেয়।

Viral Video: ২ সেকেন্ডের ভিডিয়োয় ভিউ ৩.২ মিলিয়ন! কী রয়েছে এতে?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2022 | 5:36 PM

সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রায়ই বিভিন্ন ধরনের ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যার মধ্যে কিছু হাসায়। আবার কিছু ভিডিয়ো রয়েছে যা খুবই অবাক করার মতো। এর বাইরে এমন কিছু ভিডিয়ো আছে যা মনকে ছুঁয়ে যায়। তাছাড়া পশুদের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় অনেকের মন কেড়ে নেয়। বিশেষ করে সেই সব ভিডিয়ো যেখানে লুকিয়ে কিছু কিউট দৃশ্য। প্রকৃতি আমাদের সব সময় একটা অবাক করে দেয়। কখনও তার রূপ নিয়ে আবার কখন এই প্রকৃতি বাস করা জীবজন্তু নিয়ে। এই নিয়ে দ্বিমত পোষণের কোনও জায়গা নেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক পেঙ্গুইনের ভিডিয়ো।

যদিও পেঙ্গুইন একটি মিষ্টি প্রাণী। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, একটি প্রজাপতিকে দেখে উত্তেজিত হয়ে পড়ে ওই পেঙ্গুইনের দল। একটি প্রজাপতি তাদের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। সেটা দেখেই পেঙ্গুইনের দল উত্তেজনা সামলাতে পারেনি। সেই দৃশ্যই ধরা পড়েছে ক্যামেরায়।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো,

পেঙ্গুইনের সামনে উড়ছিল একটি প্রজাপতি। তাকে দেখে উত্তেজিত হয়ে যায় পেঙ্গুইনের দল। তারাও তাকে লাফাতে থাকে। এটাই মিষ্টি লেগেছে নেটিজেনদের। ২ সেকেন্ডের ভিডিয়ো হলেও এই ভিডিয়ো বেশ নজরকাড়া।

এই ভিডিয়োটি Buitengebieden  নামক টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি এতটাই ভাল লেগেছে নেটিজেনদের যে এর ভিউয়ার্সে‌র সংখ্যাও অনেক বেশি। ২ সেকেন্ডের এই ভিডিয়োটি ইতিমধ্যেই ৩.২ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এই ভিডিয়োটি ইন্টারনেট ভাইরাল হওয়া আজকের সেরা ভিডিয়ো বলে মনে করছেন অনেকেই।