Viral video: হিংস্র পিটবুলের হাত থেকে মহিলা ও পোষ্যকে বাঁচিয়ে সাহসিকতার নজির অ্যামাজন ডেলিভারি মহিলার

কর্মীর এমন সাহসিকতায় মুগ্ধ অ্যামাজনও। আর তাই তার হাতে তুলে দিলেন বিশেষ ক্রিসমাস উপহার। প্রকাশ করলেন কৃতজ্ঞতাও

Viral video: হিংস্র পিটবুলের হাত থেকে মহিলা ও পোষ্যকে বাঁচিয়ে সাহসিকতার নজির অ্যামাজন ডেলিভারি মহিলার
সাহসিকতায় নজির গড়লেন এই মহিলা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 1:55 AM

কিছু ঘটনা ধন্যবাদ দিয়ে শেষ হয় না। কিছু মানুষ থাকেন, যাঁরা বিপদের সময় এমন ভাবে আমাদের পাশে এসে উপস্থিত হন যেন মনে হয় যে ঈশ্বর প্রেরিত দূত। তেমনই এই মহিলা। অ্যামাজনের ডেলিভারি পার্সন হিসেবেই কাজ করকেন তিনি। পাশ্চাত্যের সব শহরেই এখন ছুটির আমেজ। রাস্তাঘাট সেজে উঠেছে আলোর মালায়। সেই সঙ্গে জমিয়ে চলছে কেনাকাটা। অন্যান্য পাঁচটা দিনের মত সেদিন সকালেও একগুচ্ছ পার্সেল নিয়ে বেরিয়েছিলেন ১৯ বছরের লরেন রেকে। লাস ভেগাসের পাশে স্টেফানি লন্টজ শহরে পার্সেল বিলি করছিলেন তিনি।

এক কিশোরীর অর্ডারি পার্সেলটিও ছিল লরেনের কাছেই। হঠাৎ লরেন দেখে ওই কিশোরী তাঁর কাছ পর্যন্ত আসতে পারছে না কারণ হিংস্র এক পিটবুল তাকে তাড়া করেছে। ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গেই লরেন ছুটে যান সেই পিটবুলটিকে আটকাতে। ঘটনাচক্রে সেই একই সময়ে বাড়ি থেকে বেরিয়ে আসে লরেনের পোষা কুকুরটি। আর তাকে দেখে পিটবুলটি সোজা কামড়ে ধরে ম্যাক্সের ঘাড়। এই সময় ওই মেয়েটি আর ম্যাক্সকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য হিংস্র পিটবুলের সামনে নিচজের পা রেখে দেন তিনি।

সেখান থেকে একপ্রকার জোর করেই সরিয়ে আনেন ম্যাক্সকে। তখনও পিটবুলটি সমান তালে চিৎকার করে যাচ্ছিল। এরপর লরেন তাকে ধমক দিতে সে চুপ করে যায়। নিজেকর জীবন তুচ্ছ করে বরেন যে ভাবে পিটবুলটিকে প্রাণে বাঁচিয়েছে তাতে সকলেই খুব খুশি। বিশেষত ওই মেয়েটির বাবা। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। পরবর্তীতে ওই ঘটনার ফুটেজ নিয়েই তিনি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। আর সেখানে তিনি লরেনকে কুর্নিশ জানান, তাঁর এই অসম সাহসের জন্য।

হিংস্র কুকুরের সামনে নিজেকে ঠেলে দিতে একবারও ভাবেননি তিনি। আর এই ভিডিয়ো দেখে খুশি লরেনের কর্তৃপক্ষও। বড়দিন উপলক্ষ্যে অ্যামাজনের তরফে লাস ভেগাস পার্কে বিশেষ কিছু ক্রিসমাস কুপন দেওয়া হয়েছে তাকে। সেই সঙ্গে অ্যামাজনের তরফে দারুণ একটি বিবৃতিও দেওয়া হয়েছে। সেখানেই লেখা হয়, ‘এমন ভিডিয়ো আমরা আগে কখনও দেখিনি। রুদ্ধশ্বাসে পুরো ভিডিয়োটি দেখলাম। আমাদের প্রতিনিধি আজ সবার জন্য যা করলেন তা অতুলনীয়। ধন্যবাদ লরেন, তোমার এই অভূতপূর্ব পরিষেবার জন্য’।

আরও পড়ুন: Viral Video: সঙ্গীত অনুষ্ঠানে জমিয়ে নাচ বরের, কনের এক্সপ্রেশনই কেড়ে নিল লাইমলাইট, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: Viral video: জীবনের প্রথম চুমুক কোলায়, কিন্তু তারপর খুদের এই কীর্তিকলাপ দেখে হেসেই লুটোপুটি খাবেন