Viral Video: এমন শান্তিতে ভালুক পিঠ চুলকেছে নেটপাড়া ভাবছে সে যেন নাচছে, দেখুন সেই ভিডিয়ো…

ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয় 'ভালুক তার চুলকানি স্ক্র্যাচ করছে। সে এই মুহূর্ত পুরো দমে উপভোগ করছে।' ইতিমধ্যেই ৩১.৭ মিলিয়ন ভিউ পেয়েছে এই ভিডিয়ো। এছাড়াও এই রিলটি সময়ের সঙ্গে সঙ্গে আরও জনপ্রিয় হয়ে উঠছে।

Viral Video: এমন শান্তিতে ভালুক পিঠ চুলকেছে নেটপাড়া ভাবছে সে যেন নাচছে, দেখুন সেই ভিডিয়ো...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 1:44 PM

যদি কোনও একটা জায়গা আপনার চুলকোতে খুব ইচ্ছে হয় আর অনেক চেষ্টার পর যদি আপনি একদম সঠিক জায়গা চুলকোতে পারেন, জীবনে ওর থেকে ভাল অনুভূতি ঐ মুহূর্তে আর কিছু হতে পারে বলে মনে হয় না। আপনি যদি এই কথার সঙ্গে সম্মত হন যে এই অনুভূতিটা খুব আন্ডাররেটেড একটা আনন্দ অনুভূতি যা সম্পর্কে আরও কথা বলা দরকার, তাহলে চিন্তা করবেন না। ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটা ভালুক জনসমক্ষে অত্যন্ত নাটকীয়ভাবে তার পিঠ চুলকচ্ছে। তাও আবার একটা সাইন বোর্ডের বারে।

ভিডিয়োটি দেখুন:

View this post on Instagram

A post shared by EARTH FOCUS (@earthfocus)

এই ভিডিয়োটি গত মাসের শেষের দিকে আর্থ ফোকাস পোস্ট করেছে। এটি ইনস্টাগ্রামে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োতে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভিডিয়োটি রেকর্ড করা ব্যক্তি সম্ভবত একটি চলন্ত গাড়িতে রয়েছেন। তিনি কোনও সংরক্ষিত বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে লোকটি সেই ভালুককে দেখতে পায়।

সেখানে ভালুকটিকে দেখে প্রথমে মনে হয় যেন সে নাচছে। কিন্তু বাস্তবে, সে তার পিঠে চুলকচ্ছিল। মজার অংশ হল যে এটি একটি সাইনপোস্টের উপর তার পিঠ দিয়ে এটি করছে তাতে লেখা আছে ‘এখানে প্রবেশ নিষিদ্ধ।’

ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয় ‘ভালুক তার চুলকানি স্ক্র্যাচ করছে। সে এই মুহূর্ত পুরো দমে উপভোগ করছে।’ ইতিমধ্যেই ৩১.৭ মিলিয়ন ভিউ পেয়েছে এই ভিডিয়ো। এছাড়াও এই রিলটি সময়ের সঙ্গে সঙ্গে আরও জনপ্রিয় হয়ে উঠছে। নানান ধরনের মজার মজার কমেন্টও পেয়েছে ভিডিয়োটি।

আরও পড়ুন: Viral Video: কলকাতার রাস্তায় এক পুরুষ শাড়ি এবং টিপ পরে ঘুরে বেড়াচ্ছে কারুর তোয়াক্কা না করেই, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?

আরও পড়ুন: Viral Video: দোকানে বানানো ‘ফায়ার মোমো’-কে ঘিরে শোরগোল নেটপাড়ায়, অনেকেই পছন্দ করেছেন, অনেকেই করেন নি, আপনার কী মত?