Viral: নেট দুনিয়ায় ভাইরাল সোনার মাস্ক! দাম শুনলে চমকে উঠবেন

যেখানে করোনা ঠেকাতে সার্জি‌ক্যাল মাস্ক, এন৯৫ মাস্ক এমনকি ডাবল মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, সেখানেই সোনার মাস্ক পরার প্ল্যান করছেন কলকাতার এক বাসিন্দা। এমনকি এই সোনার মাস্ক তৈরিও হয়ে গেছে এক সোনার দোকানে।

Viral: নেট দুনিয়ায় ভাইরাল সোনার মাস্ক! দাম শুনলে চমকে উঠবেন
সোনার মাস্ক
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 7:56 PM

করোনা ভাইরাসের প্রকোপে কারণে কম-বেশি সবার জীবনযাত্রাই পরিবর্তন হয়েছে। কিন্তু সবার ফ্যাশনে যে পরিবর্তন হয়েছে তা হল মাস্ক। মাস্ক ছাড়া বাড়ির বাইরে এক পাও রাখা যাবে না। তবে বলা চলা এই ফ্যাশনকে বেশ আপন করে নিয়েছে বিশ্ববাসী। জামার সঙ্গে ম্যাচ করে মাস্ক এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। এমনকি বিয়ের সাজের সঙ্গে মিলিয়ে মাস্ক পড়াও এখন ফ্যাশনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সোনার মাস্ক পড়ার বিষয়টা সম্পর্কে কি আপনি জানেন?

হ্যাঁ ঠিকই পড়েছেন। সোনার মাস্ক। যেখানে করোনা ঠেকাতে সার্জি‌ক্যাল মাস্ক, এন৯৫ মাস্ক এমনকি ডাবল মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, সেখানেই সোনার মাস্ক পরার প্ল্যান করছেন কলকাতার এক বাসিন্দা। এমনকি এই সোনার মাস্ক তৈরিও হয়ে গেছে এক সোনার দোকানে। তার ছবিই এখন ঘুরছে নেট দুনিয়ায়।

দেখুন সেই সোনার মাস্কের ছবি…

এই সোনার মাস্কটি তৈরি করেছেন চন্দন দাস নামে এক জহুরী। তাঁর বাস দক্ষিণ ২৪ পরগনার বজবজে। এই সোনার মাস্কটি বিশেষ ভাবে তৈরি করা হয়েছে এক গ্রাহকের আবদারে। জানা গিয়েছে, এই মাস্কটি তৈরি করতে সময় লেগেছে মোট ৩০ দিন। চন্দন দাস এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, পুজোর মাস দুয়েক আগে তাঁর কাছে এই মাস্কটি তৈরির অর্ডার আসে। তখন থেকে শুরু হয় পরিকল্পনা। এই ধরনের কাজ যেহেতু আগে হয়নি, তাই ডিজাইন থেকে কারিগরি সবই পরিকল্পনা করতে হয়েছে, যা করতে সময় লেগেছে ১৫ দিন। তারপর এই পরিকল্পনাকে হাতে কলমে তৈরি করতে সময়ে লেগেছে আরও ১৫ দিন।

এই সোনার মাস্কটির ওজন ১০৮ গ্রাম। আর মাস্কটির দাম! সোনা যেখানে কয়েক হাজার টাকা ভরি, সেখানে এই ১০৮ গ্রামের সোনার মাস্কের দাম ৫ লক্ষ ৭০ হাজার টাকা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন এই সোনার মাস্ক। নেটিজেনদের চোখ এড়াবে না এই পোস্ট তা বলা বাহুল্য। তাই অনেকেই কমেন্ট করে লিখেছেন যে, এত দামী মাস্কের প্রয়োজনীয়তা কীসের। তবে বেশির ভাগ নেট ব্যবহারকারীর প্রশ্ন‌ একটাই যে সোনার মাস্কে কি করোনার হাত থেকে থেকে রক্ষা পাওয়া যাবে! এর উত্তর যদিও কারোর কাছেই নেই। কারণ কোনও ফর্মুলা ব্যবহার করে তৈরি করা হয়নি এই মাস্কটি।

আরও পড়ুন: লাদাখের রাস্তায় বড়সড় দুর্ঘটনা এড়িয়ে গেলেন এই বাইক চালক, দেখে নিন ঘটনার ভিডিয়ো…

আরও পড়ুন: ম্যানিকুইন সরাতে গিয়ে নড়ে উঠল ব্যক্তির শরীর! ভাইরাল ভিডিয়োতে দেখে নিন এই অদ্ভুত কাণ্ড…

আরও পড়ুন: এয়ারপোর্টে লাইন দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভদকা অফার করল মহিলারা! দেখুন ভাইরাল ভিডিয়ো