Viral Video: ২২ ফুটের সাপ কাঁধে নিয়ে অনায়াসে হেঁটে চললেন জু-কিপার
আপনি যদি সরীসৃপকে ভয় পান, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য নয়। ব্রিউয়ারের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ উত্তেজনা সৃষ্টি করেছে।
আপনি কি সরীসৃপ প্রাণী দেখতে ভালোবাসেন? ইন্টারনেটে কি মাঝে মাঝেই খোঁজার চেষ্টা করেন বিভিন্ন সরীসৃপের ছবি বা ভিডিয়ো? তাহলে আপনি হয়তো জে ব্রুয়ার নামটি শুনেছে। তিনি একজন জু-কিপার। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইল মূলত সাপ এবং কুমিরের মতো সরীসৃপের ছবি এবং ভিডিয়োতে ভরা। এখন, ব্রিউয়ার যে ভিডিয়োটি শেয়ার করেছেন সেখানে তিনি তাঁর কাঁধে একটি বিশাল সাপ নিয়ে হেঁটে চলেছেন। ভিডিয়োটি দেখলে আপনি চমকে উঠবেন।
ভিডিয়োতে দেখানো হযয়েছে, ব্রিউয়ার তাঁর চিড়িয়াখানার একটি ঘর থেকে আর একটি ঘরে বিশাল হলুদ রঙের একটা সাপ কাঁধে বহন করে হেঁটে চলেছেন। এই সাপ সত্যিই সুবিশাল। ক্যাপশনে তিনি লিখেছিলেন, “যখন ২২ ফুট আর ২৫০ পাউন্ডের একটি সাপকে সরানোর জন্য কেউ আমার পাশে থাকে না। আপনি ওল্ড ওয়েতে নিজেই কাজটি করেন।”
দেখুন সেই ভিডিয়ো
View this post on Instagram
৫ অগাস্ট শেয়ার করা এই ভিডিয়োটি ইতিমধ্যেই ৭.১ লাখের বেশি লাইক এবং চমকপ্রদ প্রতিক্রিয়া পেয়েছে। ভিডিয়োটি দেখে নেটিজ়েনরা বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে তাঁদের ভয় প্রকাশ করে প্রতিক্রিয়া জানালেন, অনেকে বললেন, সাপটিকে কৌতূহলী শিশুর মতো দেখতে লাগছিল।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “তাকে একটি কৌতূহলী শিশুর মতো দেখাচ্ছে।” “একইসাথে হাস্যকর এবং ভীতিকর,” অন্য একজন বলেছেন। একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছেন “এই দৈর্ঘ্যে পৌঁছতে সাপটির কত সময় লাগল?” এর উত্তরে ব্রিউয়ার বলেছেন, “বেশ কয়েক বছর সময় নিয়েছে।”
আপনি যদি সরীসৃপকে ভয় পান, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য নয়। ব্রিউয়ারের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ উত্তেজনা সৃষ্টি করেছে।
আরও পড়ুন: দুটি সাপের নাগিন ডান্স, আইপিএস অফিসার বললেন ‘নাগ অউর নাগিন কা প্রেম’