Viral Post: বাবার পথে হাঁটল মেয়ে…বর্ডার পুলিশের ডিএসপি হতে চলেছেন অপেক্ষা নিম্বাদিয়া

বাবা এপিএস নিম্বাদিয়া আইটিবিপি-তে একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। মিসেস নিম্বাদিয়া পাসিং আউট প্যারেডে অংশ নেওয়ার ঠিক পরেই ছবিটি তোলা হয়েছিল।

Viral Post: বাবার পথে হাঁটল মেয়ে...বর্ডার পুলিশের ডিএসপি হতে চলেছেন অপেক্ষা নিম্বাদিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 2:25 PM

ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের ইউনিফর্ম পরে একজন মহিলা তাঁর অফিসার বাবাকে স্যালুট করার একটি ছবি শেয়ার করেছেন। গর্বিত বাবা তাঁর মেয়েকে উষ্ণ অভ্যর্থনা জানান। ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবিতে সেই মুহূর্তটি সুন্দরভাবে ধরা পড়েছে। ITBP ছবিটি বর্ণনা করে লিখেছে “মেয়ের কাছ থেকে স্যালুট পাচ্ছেন গর্বিত বাবা।”

যুবতীর নাম অপেক্ষা নিম্বাদিয়া। তিনি উত্তরপ্রদেশের মোরাদাবাদের ডঃ বি আর আম্বেদকর পুলিশ একাডেমি থেকে স্নাতক হয়েছেন। তাঁর বাবা এপিএস নিম্বাদিয়া আইটিবিপি-তে একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। মিসেস নিম্বাদিয়া পাসিং আউট প্যারেডে অংশ নেওয়ার ঠিক পরেই ছবিটি তোলা হয়েছিল।

ছবিটি দেখুন:

View this post on Instagram

A post shared by ITBP (@itbp_official)

কলেজ থেকে স্নাতক হওয়ার পর মিসেস নিম্বাদিয়া উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসেবে যোগ দেবেন। পুলিশ বাহিনীতে চাকরি করা পরিবারের তিনি তৃতীয় প্রজন্মের অফিসার। তিব্বতের সঙ্গে সীমান্তের জন্য দেশের প্রধান সীমান্ত টহলকারী সংস্থা আইটিবিপি-র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মিসেস নিম্বাদিয়ার আরও দুটি ছবি শেয়ার করা হয়েছে।

যার একটিতে তাঁকে মা বিমলেশ নিম্বাদিয়ার সঙ্গে দেখা যাচ্ছে। তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শেষ ফ্রেমে দেখা যাচ্ছে বাবা-মেয়ের জুটি একে অপরের পাশে দাঁড়িয়ে আছে। তখন তাঁরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। মেয়ের কীর্তিতে গর্বিত বাবার মুখে হাসির উপস্থিতি স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল। অনেকেই এই ছবির প্রশংসা করেছেন। একজন ইউজার বলেছেন, ‘বাবার মুখ উজ্জ্বল করল মেয়ে।’ অন্য কেউ বলেছেন,’মেয়ের জন্য আজ বাবার গর্বের দিন।’

আরও পড়ুন: Viral Video: কলকাতার রাস্তায় এক পুরুষ শাড়ি এবং টিপ পরে ঘুরে বেড়াচ্ছে কারুর তোয়াক্কা না করেই, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?

আরও পড়ুন: Viral Video: দোকানে বানানো ‘ফায়ার মোমো’-কে ঘিরে শোরগোল নেটপাড়ায়, অনেকেই পছন্দ করেছেন, অনেকেই করেন নি, আপনার কী মত?