Viral Video: একেই বলে বন্ধুত্ব! সিংহের আক্রমণ থেকে বন্ধু হায়েনাকে বাঁচাতে কীভাবে তার দলবল এগিয়ে এল, দেখুন একবার
Viral Video Today: সিংহটিকে দেখা মাত্রই দল বেঁধে হায়েনারা সেখান থেকে পালিয়েও যায়। তাদেরই মধ্যে একটা হায়েনা এলাকা ছেড়ে পালাতে পারেনি। তাকেই আক্রমণ করে বসে সিংহের দল। সঙ্গে সঙ্গে তখন দল বেঁধে হায়েনারা চলে আসে সেখানে। তারাও তখন সকলে মিলে পাল্টা চড়াও হয় সিংহের দিকে। বন্ধুকে বাঁচাতেও সক্ষম হয়।
![Viral Video: একেই বলে বন্ধুত্ব! সিংহের আক্রমণ থেকে বন্ধু হায়েনাকে বাঁচাতে কীভাবে তার দলবল এগিয়ে এল, দেখুন একবার Viral Video: একেই বলে বন্ধুত্ব! সিংহের আক্রমণ থেকে বন্ধু হায়েনাকে বাঁচাতে কীভাবে তার দলবল এগিয়ে এল, দেখুন একবার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/09/Hyena-And-Lion-Fight.jpg?w=1280)
Latest Viral Video: শুধু মানুষই যে মানুষের ভাল বন্ধু হতে পারে, এমনটা নয়। জঙ্গলের পশু-পাখিদের বন্ধুত্বের গল্পও আপনি নিশ্চয় শুনেছেন, দেখেছেন। শক্তিশালী প্রাণীরা যখন দুর্বলদের আক্রমণ করে, তখনই দেখা যায় পশুদের মধ্যে বন্ধুত্বটা কতটা গভীর, কতটা নিবিড়। বন্ধুকে প্রাণে বাঁচাতে সকলে তখন এককাট্টা হয়। সেরকমই একটা ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বন্ধুর জীবন বাঁচাতে একদল হায়েনা তাদের থেকে অনেক শক্তিশালী সিংহের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তারপর এমনই কাণ্ড ঘটে গেল, যা দেখে আপনার মনে হবে বন্ধুত্ব এমনই হওয়া উচিত।
ইউটিউবে সাইটিংস নামক একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। সেখানেই দেখা গিয়েছে, সিংহের দ্বারা আক্রান্ত বন্ধু হায়েনাকে বাঁচাতে কীভাবে এগিয়ে এসেছে তার দলবল। ভিডিয়োটি তোলা হয়েছে জঙ্গল সাফারি গাড়ি থেকে। ঘটনাস্থলে আরও একটি গাড়ি দাঁড়িয়েছিল। কয়েকটি পাখি ছিল, আর একদল হায়েনা তখন তাদের শিকারকে খাচ্ছিল। সে সময় সিংহের গর্জন শোনা যায়। শব্দ শুনে হায়েনার দল সতর্কও হয়ে যায়।
শুধু সতর্ক হওয়াই নয়। সিংহটিকে দেখা মাত্রই দল বেঁধে হায়েনারা সেখান থেকে পালিয়েও যায়। তাদেরই মধ্যে একটা হায়েনা এলাকা ছেড়ে পালাতে পারেনি। তাকেই আক্রমণ করে বসে সিংহের দল। সঙ্গে সঙ্গে তখন দল বেঁধে হায়েনারা চলে আসে সেখানে। তারাও তখন সকলে মিলে পাল্টা চড়াও হয় সিংহের দিকে। বন্ধুকে বাঁচাতেও সক্ষম হয়।
মাত্র দুই দিন আগে ভিডিয়োটি ইউটিউবে শেয়ার করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 11 লাখ ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ লাইকও করেছেন ভিডিয়োটি। কেউ বলেছেন, বন্ধুত্ব এমনই হওয়া উচিত। কেউ আবার যোগ করেছেন, হায়েনাদের এমন বন্ধুত্ব থেকে সত্যিই শেখা উচিত মানুষের। আর একজন বললেন, হায়েনারা খুব চালাক হয়, তবে তারা সিংহকে ভয় পায়।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)