Viral Video: গভীর ডোবায় ঢুকে গেল গরু, ঠিক শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই ‘পুনর্জন্ম’ হল…
Latest Viral Video: ডোবাটি এতটাই গভীর যে সেখানেকার মানুষ চেয়েও তাকে বের করে আনতে পারছে না। অবশেষে গরুটিকে বাইরে বের করে আনতে, সেখানকার মানুষ এমন কিছু করে, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
Viral Video Today: আজকাল প্রায়ই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। আর সেই সব ভিডিয়োর মধ্যে কিছু ভিডিয়ো এমনও থাকে, যা আপনার নজর কাড়তে বাধ্য। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আপনি অবাক হবেন। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি গরু গভীর ডোবায় পড়ে গিয়েছে। আর সে কোনওভাবেই সেখান থেকে বেরতে পারছে না। ডোবাটি এতটাই গভীর যে সেখানেকার মানুষ চেয়েও তাকে বের করে আনতে পারছে না। অবশেষে গরুটিকে বাইরে বের করে আনতে, সেখানকার মানুষ এমন কিছু করে, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
সোশ্যল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে? ভিডিয়োটিতে একটি গরুকে গভীর ডোবায় পড়ে যেতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে, গরুটি তার পালের সঙ্গে হাঁটছিল। সেই পালের সঙ্গে হাঁটতে হাঁটতে সে ডোবাটির দিকে যায়। ডোবাটা কতটা গভীর তার কোনও ধারণাই ছিল না। গরুটি ডোবার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার পা পিছলে যায় এবং সে ভিতরে পড়ে যায়। তারপর ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েকজন কৃষক যন্ত্রের সাহায্যে গরুটিকে ডোবা থেকে বের করছেন। ডোবাটি এতই গভীর এবং চওড়া ছিল যে একজন মানুষও এতে পড়ে যেতে পারত। কৃষকরা উল্টো করে গরুটিকে বের করলে তার শরীরে কোনও নড়াচড়া দেখা যায়নি। প্রথমে মনে হয়েছিল সম্ভবত শ্বাসকষ্টের কারণে গরুটি মারা গিয়েছে।
This video of a cow that has fallen into a sinkhole I’ve just seen on Facebook has absolutely finished me pic.twitter.com/f7g3AcFmNO
— Billy (@_billyreid) September 10, 2023
তবে ভিডিয়োতে পরে দেখা যায়, গরুটিকে বের করার সময় তার শরীরে সামান্য নড়াচড়া হয়। সে তার পা নাড়ায়। তারপর সে তার মাথা তোলে। এটি দেখে কৃষকরা বুঝতে পারেন যে, তারা গরুটিকে বাঁচাতে পেরেছেন। প্রথমে হাঁটতে গিয়ে কিছুটা হোঁচট খায়। এর পর সে তার পাল গরুর সঙ্গে মিশে যায়। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়।