Leopard Attack: দওগাঁও বস্তিতে লেপার্ডের হানা, আহত তিন ভাই ভর্তি হাসপাতালে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় দওগাঁও বস্তির বাসিন্দা শান্তি ওরাঁওয়ের বাড়ির উঠোনে লেপার্ড এসে হানা দেয়। সে সময় সেখানেই ছিলেন শান্তি ওরাঁওয়ের তিন পুত্র। তাদের এক জনের বয়স যথাক্রমে ৭ বছর, ১০ বছর ও ১২ বছর। তাদের সামনে পেয়ে লেপার্ড হামলা চালায় বলে অভিযোগ।

Leopard Attack: দওগাঁও বস্তিতে লেপার্ডের হানা, আহত তিন ভাই ভর্তি হাসপাতালে
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 6:03 AM

আলিপুরদুয়ারঃ ফের লোকালয়ে ঢুকে পড়ল লেপার্ড। এই লেপার্ডের হামলায় আহত হয়েছে তিন বালক। আহত তিন বালক সম্পর্কে তিন ভাই। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলার দলগাঁও বস্তিতে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। লেপার্ডের হামলায় আহত তিন বালক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় দওগাঁও বস্তির বাসিন্দা শান্তি ওরাঁওয়ের বাড়ির উঠোনে লেপার্ড এসে হানা দেয়। সে সময় সেখানেই ছিলেন শান্তি ওরাঁওয়ের তিন পুত্র। তাদের এক জনের বয়স যথাক্রমে ৭ বছর, ১০ বছর ও ১২ বছর। তাদের সামনে পেয়ে লেপার্ড হামলা চালায় বলে অভিযোগ। এর পর আহত অবস্থায় তিন বালককে নিয়ে যাওয়া হয়েছে বীরপাড়া স্টেট জেনারাল হাসপাতালে। সেখানেই চলছে তাদের চিকিৎসা। আহত তিন জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

এই দলগাঁও বস্তির পাশেই রয়েছে দলগাঁও চা বাগান। সাম্প্রতিক কালে এখানে প্রায়শই হানা দিয়েছে লেপার্ড। এর জেরে রীতিমতো ভয়ের পরিবেশ পরিবেশ তৈরি হয়েছে সেখানে। এ বিষয়ে ভবেশ বর্মণ নামের এক স্থানীয় বাসিন্দা বলেছেন, “এক মাস ধরে এ রকম আতঙ্কে রয়েছি। প্রায়শই লেপার্ড বেরিয়ে আসছে। আমরা খেটে খাওয়া লোক। আমরা কোথায় যাব। আমার বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে এই ঘটনা ঘটেছে। লেপার্ড এসে ঢুকেছিল। আমরা খুবই আতঙ্কে রয়েছি।”