Doctor Harassment: রোগী মৃত্যুর জেরে চিকিৎসককে মারধর! প্রতিবাদে পথে স্বাস্থ্যকর্মীরা
Alipurduar: এই প্রথমবার নয় একাধিকবার এই ঘটনা ঘটেছে।
আলিপুরদুয়ার: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিগ্রহ। আলিপুরদুয়ার জংশনে ডিভিশন্যাল রেলওয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ। মাঝে মাঝেই রেল হাসপাতালে রোগীদের পরিবারের হাতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা হেনস্থার শিকার হচ্ছেন। এর প্রতিবাদেই বিক্ষোভে সামিল হলেন তাঁরা।
জানা গিয়েছে, হাসপাতালের এক বিশিষ্ট চিকিৎসক জীবেশ সরকারকে মারধর করেছেন রোগীর পরিবারের সদস্যরা। এই প্রথমবার নয় একাধিকবার এই ঘটনা ঘটেছে। এরপরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন চিকিৎসক ও নার্স, স্বাস্থ্য কর্মীরা।
জানা গিয়েছে,গত ২৭ ডিসেম্বর ওই হাসপাতালে শ্বাসকষ্ট জনিত কারণে ভর্তি হয়েছিলেন নির্মল চন্দ্র চক্রবর্তী নামের ৭৪ বছরের এক রোগী। গতকাল রাতে মৃত্যু হয় তাঁর। ওই রোগীর দায়িত্বে ছিলেন চিকিৎসক জীবেশ সরকার। এবার রোগী মৃত্যুর খবর পেতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। হেনস্থা করা হয় কর্তব্যরত চিকিৎসককে।
সেই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই তারা এর প্রতিবাদে বিক্ষোভে সামিল হন। যদিও তারা জানিয়েছেন,পরিষেবা চালু আছে। কিন্তু হাসপাতালে ঘুরে দেখা গিয়েছে সব বন্ধ।পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ রোগীরা। এ ব্যাপারে ডঃ সন্দীপ মোহন্ত জানান, “এখানে রোগী ভালো অবস্থায় ছিলেন না।রোগী মারা যান।তারপর তার ছেলে এসে ডাক্তারকে মারধর করেন। যে রোগীর পরিবার এটা করেছে তাকে সামনে এসে ভুল স্বীকার করতে হবে। এবং আমাদের নিরাপত্তা দিতে করতে হবে। ” আরও এক স্বাস্থকর্মী অভিযোগ জানিয়ে বলেন, “আমাদের কাছে একজন রোগী আসেন খুব গুরুতর অবস্থায়। আমারা তাঁকে ভর্তিও নিই। গতকাল রাতে তিনি মারা যান। এরপর ওনার ছেলে চিকিৎসকের গায়ে হাত তোলেন। মারধর করা হয় কর্তব্যরত চিকিৎসককে। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছি আমারা। ওই পরিবারের সদস্যদের ক্ষমা চাইতে হবে।”
আরও পড়ুন: Crime: এমন কী ঘটল কলতলায়? পাশের বাড়ির ছেলের শাবলের কোপে প্রাণ গেল তরুণীর!
আরও পড়ুন: Amit Shah in UP: ‘বছরের পর বছর রাম লালাকে তাঁবুতে থাকতে হয়েছিল কেন?’ ‘শাহি’ আক্রমণের মুখে সপা