বাসস্ট্যান্ডে আচমকা অভিযান, উদ্ধার প্রায় ৫০ হাজার টাকার জাল কফ সিরাপ ও ঘুমের ওষুধ!
Alipurduar: আলিপুরদুয়ার পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এলাকায় গোপনে জাল ঘুমের ওষুধ ও কফ সিরাপ পাচারের খবর আসছিল। সেই মোতাবেক, জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন গোয়েন্দারা।
আলিপুরদুয়ার: পুলিশি অভিযানের জের। গোপন তল্লাশিতে প্রচুর পরিমাণে অবৈধ কফ সিরাপ ও নেশা জাতীয় ঘুমের ওষুধ উদ্ধার করল আলিপুরদুয়ার পুলিশ। অবৈধ পাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। শনিবার গভীর রাতে আলিপুরদুয়ারের একটি বাসস্ট্যান্ড থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
আলিপুরদুয়ার পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এলাকায় গোপনে জাল ঘুমের ওষুধ ও কফ সিরাপ পাচারের খবর আসছিল। সেই মোতাবেক, জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন গোয়েন্দারা। যেহেতু, কাছেই সীমান্ত, তাই এই জাল ওষুধ ও সিরাপের বাইরে পাচার হওয়া বা বাইরে থেকে জেলায় আনা, একটি বৃহত্ চক্র যুক্ত থাকতে পারে বলে অনুমান করেছিলেন তদন্তকারীরা। এরপর, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে মনোজিৎ নাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। সেখানেই জাল ওষুধ-সহ পাচারকারীকে পাকড়াও করে পুলিশ।
সূত্রের খবর, সোনাপুর ফাঁড়ির ওসি পি টি ভুটিয়ার নেতৃত্বে সোনাপুর ফাঁড়ির পুলিশ ও আলিপুরদুয়ার থানার অ্যান্টিক স্কোয়াড টিম যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণে নেশাজাতীয় ট্যাবলেট ও কফ সিরাপ। জানা গিয়েছে, ধৃত পাচারকারীর নাম মনোজিত্ দাস। দ্বীপচর এলাকার বাসিন্দা মনোজিতের থেকে উদ্ধার হওয়া ওষুধের দাম প্রায় ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন তদন্তকারীরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য চক্রের পান্ডার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রবিবার, অভিযুক্তকে জেলা আদালতে পেশ করা হয়। আরও পড়ুন: অভিষেকের কাছে ‘মিথ্যা অভিযোগ’! ৭ প্রধানের বিরুদ্ধে মানহানির মামলা হুমায়ুনের