‘বিজেপির পতাকা নিয়ে মার খেলে তৃণমূল দায়ী থাকবে না,’ ত্রিপুরা কাণ্ডে ফের উদয়ন-হুমকি

Udayan Guha: জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) রিপোর্টে আবার সম্প্রতি 'কুখ্যাত দুষ্কৃতী'র তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ সুফিয়ান, পার্থ ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহার পাশাপাশি নাম রয়েছে উদয়নের। জাতীয় মানবাধিকার কমিশনের সেই রিপোর্টে উদয়ন গুহকে কুখ্যাত অপরাধী বলা হয়েছে।

'বিজেপির পতাকা নিয়ে মার খেলে তৃণমূল দায়ী থাকবে না,' ত্রিপুরা কাণ্ডে ফের উদয়ন-হুমকি
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2021 | 6:07 PM

আলিপুরদুয়ার: ফের বিতর্কে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। আবারও বিজেপি নেতা-কর্মীদের হুমকি দিয়ে শিরোনামে উদয়ন। এদিন দিনহাটা ২ নম্বর ব্লকের বরশাকদল গ্রাম পঞ্চায়েতের হেদার হাটে একটি জনসভায় বিজেপি কর্মীদের প্রকাশ্যে হুমকি দিতে শোনা যায় তাঁকে। তাঁর হুঁশিয়ারি, “বিজেপির পতাকা হয়ে নিয়ে মার খেলে তৃণমূল দায়ী থাকবে না।”

প্রসঙ্গত, শনিবার ত্রিপুরায় তৃণমূল নেতাদের ওপর বিজেপি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সারাদিন ধরে শিরোনামে রয়েছেন তাঁরা। কয়েক দিনের ব্যবধানে ফের বিজেপি শাসিত পড়শি রাজ্যে তৃণমূল নেতাদের আক্রমণের ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে হেদার হাটের জনসভা থেকে উদয়ন বলেন “বিজেপির পতাকা হাতে আপনাদের দেখলে আমাদের নেতাকর্মীরা আক্রমণ করলে তার জন্য তৃণমূল দায়ী থাকবে না। তাই সাবধান হয়ে যান”।

এর আগেও সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা কর্মী এবং তৃণমূলের বিরোধী গোষ্ঠীকেও তিনি বারবার প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তবে এবার প্রকাশ্য জনসভায় দিলেন উদয়ন। এর আগে ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় নিজের ফেসলবুক প্রোফাইল থেকে তিনি লিখেছিলেন, ‘বিজেপি নেতাকর্মীদের ভালো করে দেখাশোনা করতে হবে।”

এদিকে ভোট-পরবর্তী হিংসায় কোচবিহার জেলা-সহ দিনহাটার নাম বারবার উঠে এসেছে শিরোনামে। জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) রিপোর্টে আবার সম্প্রতি ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ সুফিয়ান, পার্থ ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহার পাশাপাশি নাম রয়েছে উদয়নের। জাতীয় মানবাধিকার কমিশনের সেই রিপোর্টে উদয়ন গুহকে কুখ্যাত অপরাধী বলা হয়েছে। এর মধ্যে সামাজিক মাধ্যম এবং বিভিন্ন জনসভায় বিজেপি নেতা কর্মীদের উদয়নের ‘হুমকি’তে অস্বস্তিতে তৃণমূল শিবিরও। যদিও এদিনের তাঁর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির তরফে এখনও কারও প্রতিক্রিয়া মেলেনি। আরও পড়ুন: ‘তৃণমূলের ওপর আক্রমণ ন্যক্কারজনক,’ ত্রিপুরা-কাণ্ডে মইদুলকে স্মরণ দীপ্সিতার