TMC in Alipurduar: বিজেপি থেকে আসা গঙ্গাপ্রসাদকে জেলা চেয়ারম্যান করল তৃণমূল
TMC: তৃণমূলের জেলা চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরানো হয়েছে মৃদুল গোস্বামীকে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে গঙ্গাপ্রসাদ শর্মাকে। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও মৃদুলবাবু মনে করিয়ে দিলেন, গঙ্গাপ্রসাদ বিজেপি থেকে তৃণমলে এসেছেন।
আলিপুরদুয়ার: লোকসভা ভোটের মুখে জেলাস্তরে ব্যাপক সাংগঠনিক পরিবর্তন করেছে তৃণমূল। উত্তর থেকে দক্ষিণ বাংলার সব প্রান্তে ঢেলে সাজানো হয়েছে দলের সংগঠনকে। আলিপুরদুয়ারে তৃণমূলের জেলা চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরানো হয়েছে মৃদুল গোস্বামীকে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে গঙ্গাপ্রসাদ শর্মাকে। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও মৃদুলবাবু মনে করিয়ে দিলেন, গঙ্গাপ্রসাদ বিজেপি থেকে তৃণমলে এসেছেন। বললেন, “গঙ্গাপ্রসাদ তো বিজেপি থেকে যখন এসেছিলেন, পাঁচটা সিট জিতিয়ে এসেছিলেন। তখন তিনি বিজেপির সভাপতি ছিলেন। আমরাই তাঁকে দলে নিয়ে এসেছিলাম। এছাড়া প্রকাশ চিক বরাইকের নেতৃত্বেও দল জেলায় ভাল কাজ করেছে।”
প্রসঙ্গত, মৃদুল গোস্বামীকে দলের জেলা চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে তাঁকে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য করা হয়েছে। জেলার রাজনীতির অন্দরমহলে কানাঘুষো রয়েছে, সাম্প্রতিককালে জেলায় একাধিক গোষ্ঠীর মধ্যে কোন্দলের অভিযোগ মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছিল। সেটিও এই সাংগঠনিক পরিবর্তনের একটি কারণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
তবে এর পাশাপাশি চা বলয়ের ভোট ব্যাঙ্কও একটি বড় ফ্যাক্টর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া গঙ্গাপ্রসাদ শর্মা জয়গাঁর বাসিন্দা। সেদিক থেকে চা বলয়ের ভোটারদের আরও কাছে টানতেও এই পদক্ষেপ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আজ নতুন দায়িত্বের পর গঙ্গাপ্রসাদও চা-বাগান ইস্যু নিয়ে মুখ খুলেছেন। বন্ধ চা বাগানগুলি চালু করার জন্য তৃণমূলের শ্রমিক সংগঠন কী কী পদক্ষেপ করছে তাও মনে করিয়ে দেন গঙ্গাপ্রসাদ শর্মা।
দলের প্রাক্তন জেলা চেয়ারপার্সন মৃদুল গোস্বামীর বক্তব্য, “দলের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঙ্গাপ্রসাদ শর্মা ও প্রকাশ চিক বরাইকের নেতৃত্বে দল ভালভাবেই চলবে। আমরা দলের সৈনিক। দলে ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। দল যখন যা দায়িত্ব দেবে, তা পালন করব।” তবে দলের এই সিদ্ধান্তকে কোনওভাবেই তাঁর ‘ডানাছাঁটা’ বলে মনে নিতে রাজি নন মৃদুলবাবু।