Bankura BJP MLA: নবান্ন থেকে ৮০ কিলোমিটার দূরে আটকে দেওয়া হল বিজেপি বিধায়ককে!

Bankura BJP MLA: পুলিশের পাশাপাশি মঙ্গলবার খোদ বিজেপি বিধায়ককে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ

Bankura BJP MLA: নবান্ন থেকে ৮০ কিলোমিটার দূরে আটকে দেওয়া হল বিজেপি বিধায়ককে!
বিজেপি বিধায়কের গাড়ি আটকানোর অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2022 | 11:47 AM

বাঁকুড়া: নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার পথে পাত্রসায়েরে বিজেপি বিধায়ক দিবারক ঘরামির গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা। থানায় বসে বিক্ষোভ দেখালেন বিধায়ক। নবান্ন অভিযানে যাওয়ার পথে এবার বাধা পেলেন খোদ বিজেপি বিধায়ক। মঙ্গলবার সকালে বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক গাড়ি নিয়ে নবান্ন যাচ্ছিলেন। সেই সময় পাত্রসায়ের থানার রসুলপুর এলাকায় বেশ কয়েকদিন তৃণমূলকর্মী তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে বলে অভিযোগ।

দীর্ঘক্ষণ পরেও বিক্ষোভকারীরা রাস্তা না ছাড়ায় শেষ পর্যন্ত পাত্রসায়ের থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধায়ক। নবান্ন অভিযানে যোগ দেওয়ার ক্ষেত্রে সোমবার থেকেই বিজেপি কর্মীদের পুলিশ বাধা দিচ্ছিল বলে অভিযোগ।

পুলিশের পাশাপাশি মঙ্গলবার খোদ বিজেপি বিধায়ককে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এদিন সকালে নিজের গাড়ি নিয়ে বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তাঁর গাড়ি পাত্রসায়ের থানার রসুলপুরের কাছে আসতেই বেশ কিছু তৃণমূল কর্মী তাঁর গাড়ি আটকায় বলে অভিযোগ।

গাড়ি আটকে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে। বিধায়কের দাবি, এই সময় বারবার পাত্রসায়ের থানায় ফোন করা হলেও পুলিশ কোনওরকম সাহায্য করেনি। এরপরই বিধায়ক পাত্রসায়ের থানায় ফিরে যান। সেখানে থানার দরজায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

কিছুক্ষণ পরে পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে ফের কলকাতার উদ্দেশে রওনা দেন সোনামুখীর বিজেপি বিধায়ক। তিনি বলেন, “বিভিন্ন জায়গাতে আটকায়। পাত্রসায়ের এলাকাতেও আটকায়। তারপর সেখানে ওসি-র হস্তক্ষেপে বেরিয়ে যাই। রসুলপুরের কাছে আবারও কয়েকজন দুষ্কৃতী পথ আটকায়। আমি বারবার ওসিকে ফোন করি। কিন্তু তিনি আসেননি। পরে আমি থানায় এসে অবস্থান বিক্ষোভ করি।”